সাফ ট্রফি দেশবাসীকে উৎসর্গ করলেন সাবিনা
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার
সাফ-ট্রফি-দেশবাসীকে-উৎসর্গ-করলেন-সাবিনা
পরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন তাদের এই শিরোপা দেশবাসীকে উৎসর্গ করেন। তাদের এভাবে বরণ করে নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ দেন।
সাবিনা বলেন, আমাদের এতো সুন্দরভাবে বরণ করে নেয়ার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কৃতজ্ঞ এবং গর্বিত। সবাইকে ধন্যবাদ। এই ট্রফি বাংলাদেশের সকল মানুষের।
এছাড়া বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানি ছোটন এভাবে নারী দলকে সমর্থন দেওয়ার জন্য এবং তাদের বরণ করে নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ দেন।
এরপর নারী ফুটবল দল ও স্টাফরা ট্রফি নিয়ে বিজয় মিছিল দিয়ে ছাদখোলা বাসে ওঠেন।
গত সোমবার কাঠমান্ডুতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপা জয়ী দলের ফুটবলার ও স্টাফদের জন্য ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া বিসিবির সহ-সভাপতি মানিক বিজয়ীদের জন্য ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছেন।