বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

গরুপাচার মামলা: অনুব্রতের জামিন বাতিল

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার

গরুপাচার-মামলা-অনুব্রতের-জামিন-বাতিল

গরুপাচার-মামলা-অনুব্রতের-জামিন-বাতিল

গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলের জামিন আবেদন বাতিল করেছেন আদালত। এতে তাকে আসানসোন সংশোধনাগারে পাঠানো হয়েছে।

এই সময়ের খবরে বলাহয়, বুধবার অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ শেষ হয়। তার জেরে আদালতে তাকে আবার হাজির করা হয়েছিল। সেখানে জামিনের জন্য আবেদন করেন তিনি। মানবিকতার খাতিরে যাতে তাকে জামিন দেওয়া হয় তার জন্য আবেদন জানিয়েছিলেন। 

আদালতে অনুব্রত বলেন, আমার বাড়িতে পূজা হয়। আমার মেয়ে একা। সে পূজা সামলাতে পারবে না। তাই মানবিকতার খাতিরে আমাকে জামিন দেওয়া হোক।

কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফের তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রায় ৩৯ দিন তাকে জেলে থাকতে হবে।

এদিকে সকালে সংশোধনাগার থেকে আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের সামনেও জামিন নিয়ে মুখ খুলেছিলেন অনুব্রত।

উল্লেখ্য, ১১ অগাস্ট গোরুপাচার মামলায় গ্রেফতার য়েছিলেন অনুব্রত। তখন বেশ কিছুদিন সিবিআই হেফাজতে ছিলেন তিনি। তারপর থেকে জেল হেফাজতে রয়েছেন।