শিরোপা জেতায় সেনাবাহিনীতে পদোন্নতি পেলেন থিকসানা
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার
শিরোপা-জেতায়-সেনাবাহিনীতে-পদোন্নতি-পেলেন-থিকসানা
এবারের আসরে ফেভারিটদের তালিকায় ছিল না শ্রীলংকা। আফগানিস্তানের কাছে বাজেভাবে হেরে টুর্নামেন্ট শুরু। সেই দলটিই দুর্দান্ত প্রত্যাবর্তনের দৃষ্টান্ত তৈরি করে ষষ্ঠ এশিয়া কাপ জিতেছে।
শ্রীলংকার চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় অবদান রাখেন থিকসানা। ক্রিকেটার হওয়ার পাশাপাশি লংকান সেনাবাহিনীরও সদস্য তিনি। ক্রিকেট মাঠে দারুণ সাফল্যের স্বীকৃতিতে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়েছেন ডানহাতি এই অফস্পিনার।
শ্রীলংকা এশিয়া কাপ জয়ী দলের সদস্য থিকসানাকে সেনাবাহিনীর সদর দফতরে ডাকা হয়। এছাড়া এশিয়ান নেট বল জয়ী দলের সেনা সদস্যরাও উপস্থিত ছিলেন। কমান্ডার্স অফিসে থিকসানার প্রশংসা করেন কমান্ডার অব আর্মি লেফটেন্যান্ট জেনারেল ভিকুম লিয়ানাগে।
আন্তর্জাতিক পর্যায়ে অনন্য সাফল্যের কারণে থিকসানাকে ৫ লাখ রুপি পুরস্কার দেওয়া হয়। সেই সঙ্গে তার র্যাংক বাড়িয়ে সার্জেন্টের ব্যাজ পরিয়ে দেন।
থিকসানা এশিয়া কাপে ৬ ম্যাচ খেলে ৬ উইকেট নেন। ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা। ২০১৪ সালের পর প্রথমবার এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে তারা।