বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইতিহাস গড়ে দেশে ফিরল শিরোপাজয়ী মেয়েরা

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার

ইতিহাস-গড়ে-দেশে-ফিরল-শিরোপাজয়ী-মেয়েরা

ইতিহাস-গড়ে-দেশে-ফিরল-শিরোপাজয়ী-মেয়েরা

নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মেয়েরা। বুধাবার দুপুর একটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকায় পা রাখেন।

এরই মধ্যে মেয়েদের জন্য প্রস্তুত হয়েছে ছাদখোলা বাস। এয়ারপোর্ট থেকে এই ছাদখোলা বাসে করেই বাফুফেতে যাবেন সাবিনা-সানজিদারা। 

মঙ্গলবার ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বাফুফের সভায় সিদ্ধান্ত হয়েছে যৌথভাবে মেয়েদের বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন।

বুধবার দুপুর ১ টা ৫০ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরবেন বাংলাদেশ নারী ফুটবল দল। এয়ারপোর্টে মেয়েরা নামার পর সবাইকে মিষ্টিমুখ করানো হয়। 

সূচি অনুসারে মেয়েদের বহনকারী বাসটি বিমানবন্দর থেকে কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয় সরণী ফ্লাইওভার, তেজগাঁও, মগবাজার, মৌচাক, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল হয়ে বাফুফে ভবনে পৌঁছাবে।

তবে ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা করে নারী দলের বাফুফে ভবনে আসার রোডম্যাপ কিছুটা বদল হতে পারে।

এরই মধ্যে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি তাদের একটি ডাবল ডেকার বাসের ছাদ কেটে তেরি করছে বাসটি। পুরো বাসে সাফ জয়ী দলের ছবি মোড়ানো থাকবে। থাকবে সাউন্ড সিস্টেম। বাজবে বিজয়ের গান। খোলা বাসে চড়ে সাবিনা-সানজিদারা পৌঁছাবেন বাফুফে ভবনে।