বিশ্ব এখন বিপদে: জাতিসংঘ
প্রকাশিত : ১২:৫০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার
বিশ্ব-এখন-বিপদে-জাতিসংঘ
মঙ্গলবার জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের সভায় তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের এ অধিবেশনটি এমন সময় হচ্ছে যখন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এ যুদ্ধের ফলে বিশ্বে খাদ্যের ঘাটতি প্রকাশ পেয়েছে। স্নায়ু যুদ্ধের পর বড় শক্তিগুলোর মধ্যে এমন ফাটল কখনো দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির উচ্চপর্যায়ের সভায় বৈশ্বিক সমস্যা সমাধানে আশা প্রকাশ করেন অ্যান্তিনিও গুতেরেস।
তিনি বক্তব্যকালে জাতিসংঘের একটি জাহাজের ছবি দেখান। সেই জাহাজের মাধ্যমে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্ততায় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শস্য রফতানি করা হয়েছে।
গুতেরেস দাবি করেন, আফ্রিকার মধ্যে মিলিয়ন মিলিয়ন দুর্ভিক্ষের মুখে থাকা লোকদের জন্য এ খাবার পাঠানো হয়েছে।
গুতেরেসে বলেন, জাতিসংঘের এ পদক্ষেপ অশান্তিতে ভরা বিশ্বে একটি আশা ও প্রতিজ্ঞার উদাহরণ।
বক্তব্যকালে পারস্পরিক সহযোগিতা ও আলোচনাই বিশ্বকে শান্তিতে রাখার একমাত্র পথ বলে জোর দেন গুতেরেস। আর এটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর প্রতিষ্ঠিত জাতিসংঘরে নীতিমালার দুটি মৌলিক ভিত্তি।
গুতেরেস হুঁশিয়ারি করে বলেন, বিশ্বের কোনো শক্তি বা দল একা কোনো বিষয়ে প্রচেষ্টা চালাতে পারে না। চলুন আমরা একসঙ্গে সম্মিলিতভাবে কাজ করি। তিনি সবাইকে সাধারণ পরিষদের সভায় জড়ো হওয়ার আহ্বান জানান।
সূত্র- আলজাজিরা।