বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশাল ক্ষতির মুখে দোনেস্ক থেকে পালাচ্ছেন ইউক্রেনের সেনারা

প্রকাশিত : ১১:৫০ এএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার

বিশাল-ক্ষতির-মুখে-দোনেস্ক-থেকে-পালাচ্ছেন-ইউক্রেনের-সেনারা

বিশাল-ক্ষতির-মুখে-দোনেস্ক-থেকে-পালাচ্ছেন-ইউক্রেনের-সেনারা

ইউক্রেনের বাখমুত নামে পরিচিত এলাকায় রুশ সেনার নেতৃত্বাধীন মিত্র বাহিনী আক্রমণে দোনেস্কের আর্টিওমভস্ক শহরের দক্ষিণের অবস্থান ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের সেনাবাহিনী। সেখানে মিত্র বাহিনীর অভিযানে বিশাল ক্ষতির মুখে পড়েছে কিয়েভের সেনারা।

মঙ্গলবার দোনেৎস্কের পিপলস রিপাবলিক প্রধান ডেনিস পুশিলিন এ তথ্য জানিয়েছেন। 

লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) মিলিশিয়া অফিসার আন্দ্রে মারোচকো মঙ্গলবার টেলিগ্রামে লিখেন, ইউক্রেনীয় সেনারা আর্টিওমভস্ক শহরের দক্ষিণে প্রথম সারির অবস্থান ছেড়ে চলে যাচ্ছে। কারণ হলো— তারা তাদের যুদ্ধের সক্ষমতা হারিয়েছে এবং বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। আমাদের সৈন্য এবং মিত্র বাহিনী সাফল্য অর্জন করেছে।

ডেনিস পুশিলিন সলোভিয়েভ লাইভ টিভি চ্যানেলকে বলেন, আর্টিওমভস্কের দিকনির্দেশনার জন্য সেখানে মিত্র বাহিনী আর্টিওমভস্কের উপকণ্ঠে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে একটি নতুন পর্যায়ে চলে গেছে। অর্থাৎ তারা আবাসিক এলাকায় অগ্রসর হচ্ছে এবং আর্টিওমভস্ক শ্যাম্পেন প্ল্যান্টের আশপাশেও নির্দিষ্ট অগ্রগতি রয়ে। এটি একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা।

পুশিলিন আরো বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী বেশ কয়েকটি স্থানে আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু তাদের আক্রমণ প্রতিহত করা হয়।