রাশিয়ার সঙ্গে যুক্ত হতে গণভোটে যাচ্ছে ইউক্রেনের চার অঞ্চল
প্রকাশিত : ১০:৫০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
রাশিয়ার-সঙ্গে-যুক্ত-হতে-গণভোটে-যাচ্ছে-ইউক্রেনের-চার-অঞ্চল
ইউক্রেনের সেনারা যখন খারকিভে বিরাট সাফল্য পেয়েছে ঠিক তখনই হঠাৎ করে চারটি অঞ্চলে একসঙ্গে গণভোট আয়োজনের ঘোষণা এলো।
মঙ্গলবার লুহানেস্কের বিচ্ছিন্নতাবাদীদের সংসদে এ নিয়ে একটি আইন পাস করা হয়। এরপর দোনেস্কের নেতা দানিস পুসিলিন জানান, দোনেস্কেও গণভোট আয়োজন করা হবে। আগামী ২৩-২৭ সেপ্টেম্বর লুহানেস্কে এ গণভোট হবে।
যদিও এ অল্প সময়ের মধ্যে কীভাবে গণভোট আয়োজিত হবে সেটি অনিশ্চিত। তবে গণভোট আয়োজনের জন্য অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি চলছে।
এদিকে, দোনবাসের দোনেস্ক এবং লুহানেস্কে গণভোট আয়োজনের বিষয়ে রাশিয়াকে বারবার সতর্কতা দিয়েছে পশ্চিমা দেশগুলো। তাদের দাবি এ গণভোট হবে অবৈধ। এখন পরিকল্পনা অনুযায়ী গণভোট হলে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরো খারাপ হবে।
২০১৪ সালে রুশ সেনাদের সহায়তায় দোনেস্ক ও লুহানেস্কের কিছু অংশ দখল করে বিচ্ছিন্নতাবাদীরা। এরপর থেকে নিজেদের আলাদা রিপাবলিক হিসেবে দাবি করে আসছে তারা।
ইউক্রেনে হামলা করার মাত্র দুইদিন আগে দোনেস্ক ও লুহানেস্ককে স্বাধীন রিপাবলিকের স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর জাতিসংঘের সদস্যভুক্ত অন্য দুই দেশ উত্তর কোরিয়া ও সিরিয়া এ দুটি অঞ্চলকে স্বাধীন রিপাবলিকের স্বীকৃতি প্রদান করে।