স্বাভাবিক খাবার খাচ্ছেন রনি, আরো ৩ সপ্তাহ থাকতে হবে হাসপাতালে
প্রকাশিত : ১০:২০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
স্বাভাবিক-খাবার-খাচ্ছেন-রনি-আরো-৩-সপ্তাহ-থাকতে-হবে-হাসপাতালে
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এসব কথা বলেন।
তিনি বলেন, আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুরের রক্ত পরীক্ষা করা হয়েছে। বার্নের কারণে যেসব সমস্যা দেখা দিয়েছিল তা থেকে আজ উন্নতির দিকে আছে।
ডা. সামন্ত লাল সেন বলেন, আশা করি, দ্রুতই আরো উন্নতি ঘটবে। তাদের অবস্থা সোমবারের চেয়ে ভালো। চিকিৎসক-নার্সরা সার্বক্ষণিক পরিচর্যা ও মনিটরিং করছেন। হাসপাতালে ভর্তির পর আজই প্রথম ড্রেসিং চেঞ্জ করা হয়েছে। শ্বাসনালীর কোনো সমস্যা না হওয়ায় তারা স্বাভাবিক খাবার খেতে পারছেন।
বাসায় ফেরার বিষয়ে তিনি বলেন, আস্তে আস্তে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তবে আরো তিন-চার সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে মঞ্চের পেছনে গ্যাসের বেলুন বিস্ফোরণে আহত হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন।
বিস্ফোরণে রনির ২৫ শতাংশ এবং কনস্টেবল জিল্লুর রহমানের দেহের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল।
দগ্ধ ৫ জনের মধ্যে রনি ও কনস্টেবল জিল্লুরকে শেখ হসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রথমদিকে রনির অবস্থা আশঙ্কাজনক বলা হচ্ছিল। তবে এখন চিকিৎসকরা বলছেন তিনি শঙ্কামুক্ত।