ইউক্রেনকে আরো ৫ বিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ইউক্রেনকে-আরো-৫-বিলিয়ন-ইউরো-দিচ্ছে-ইইউ
ইইউ কাউন্সিলের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সেপ্টেম্বরের শুরুতে ইইউয়ের অর্থমন্ত্রী ইউক্রেনকে অর্থ সহায়তার বিষয়টি ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী পাঁচ বিলিয়ন ইউরো দেওয়া হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের ৯ বিলিয়ন ডলারের দেওয়ার অঙ্গীকারাবদ্ধের দ্বিতীয় ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে। এতে ইউক্রেনের অর্থনীতি স্থিতিশীল, শক্তিশালী ও সহনশীল হবে। যার ফলে দ্রুত ক্ষতি পুষিয়ে উঠতে পারবে কিয়েভ।
গত জুলাইয়ে ইইউ কাউন্সিলের উদ্যোগে এক বিলিয়ন ইউরোর প্যাকেজ হাতে নেয়া হয়েছিল।
মোট আর্থিক প্যাকেজ ইউক্রেনকে ঋণ ও অনুদান দেওয়া হচ্ছে। সর্বশেষ পাঁচ বিলিয় ইউরো ঋণ হিসেবে দিচ্ছে ইইউ। আগামী ২৫ বছরের মধ্যে এ ঋণ পরিশোধ করতে হবে।
চেক রিপাবলিকের অর্থমন্ত্রী ও ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট বলেন, পাঁচ বিলিয়ন ঋণের এ অর্থ ইউক্রেনের অবকাঠামো (স্কুল ও হাসপাতাল) নির্মাণে ব্যবহার করতে দেওয়া হয়েছে।
সূত্র- সিএনএন।