রাশিয়ার কাছ থেকে নতুন যুদ্ধবিমান পাচ্ছে মিয়ানমার
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
রাশিয়ার-কাছ-থেকে-নতুন-যুদ্ধবিমান-পাচ্ছে-মিয়ানমার
জান্তা মুখপাত্র মেজর জেনারেল ঝাও মিন তুন মঙ্গলবার বলেন, চলতি মাসে রাশিয়া সফরে সামরিক সরকার প্রধান মিন অং হ্লাইং ব্যক্তিগতভাবে সুখই এসইউ-৩০এসএম যুদ্ধবিমানগুলোর উৎপাদন পরিদর্শন ও পরীক্ষা করে দেখেছেন।
২০১৮ সালে স্বাক্ষরিত ২০৪ মিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তির আওতায় মিয়ানমারের কাছে ছয়টি যুদ্ধবিমান বিক্রি করছে রাশিয়া। এ বছরের মার্চ মাসে দুটি যুদ্ধবিমান পেয়েছে মিয়ানমার। বাকিগুলো খুব শিগগিরই সরবরাহ করবে মস্কো।
দীর্ঘদিন ধরে রাশিয়ার সামরিক সরঞ্জাম ব্যবহার করে আসছে মিয়ানমার। গত বছরের সামরিক অভ্যুত্থানের পর জান্তা প্রধান তিনবার রাশিয়া সফর করেন। তিনি নিজেও রুশ অস্ত্রের ভক্ত। তিনি বলেন, আমি এগুলো পছন্দ করি।
স্টকহোমের আন্তর্জাতিক পিস রিসার্চ ইনস্টিটিউট বলেছে, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত মিয়ানমারের কাছে রাশিয়া আরো ২৪৭ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে।
রাশিয়ার কাছ থেকে মিয়ানমারের ক্রয়কৃত সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে মিগ-২৯ যুদ্ধবিমান এবং ইয়াক-১৩০ কম্ব্যাট ট্রেইনার, এমআই-১৭, এমই-২৪ ও এমআই-৩৫ যুদ্ধের হেলিকপ্টারসহ অন্যান্য অস্ত্র।