ফিলিস্তিনের পশ্চিম তীরে গুলিতে একজন নিহত
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ফিলিস্তিনের-পশ্চিম-তীরে-গুলিতে-একজন-নিহত
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নিহত ব্যক্তির নাম ফাইরাস ইয়াশেহ। তার বয়স ৫৩ বছর। মঙ্গলবার সকালেই তার মৃত্যু ঘোষণা করা হয়।
স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিনি নিরাপত্তা পুলিশের গুলিতে ইয়াশেহ নিহত হয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।
প্রত্যক্ষ্যদর্শীদের বরাতে নাবলাস ভিত্তিক সাংবাদিক হাজেম নাসের বলেন, নাবলাসের পুলিশ সেন্টারে বন্দুকধারী ব্যক্তিকে গুলি করা হয়। এরপরই পুলিশ এলোপাতাড়িভাবে গুলি চালাতে থাকে। তার বাড়ির সামনেই পুলিশ বুলেট ছুড়ে এবং ইয়াশেহি নিহত হন।
মঙ্গলবার বিকেলে অথবা তারপর ইয়াশেহির মরদেহের ময়নাতদন্ত হবে।
ফিলিস্তিনিনের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র তালাল দিওকাত বলেন, ফাইরাস আহত হওয়ার পর মারা যান। তবে কীভাবে তিনি আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা মেডিকেল রিপোর্ট পাওয়ার পর বিষয়টি বলতে পারবো।
তিনি আরো বলেন, যেখানে ইয়াইশ উপস্থিত ছিলেন সেখানে কোনো নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য ছিলেন না। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা আমাদের বিষয়টি জানিয়েছেন।
একই হামলায় নাবলাসের আল-নাজাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনাস আবদেল ফাতাহ গুলিবিদ্ধ হন। তার পেটের মধ্যে একটি গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের কালোতালিকাভুক্ত ফিলিস্তিনি যোদ্ধাদের অন্যতম শীর্ষ নেতা মোসাব শাতাইয়েহকে গ্রেফতারের পর সোমবার মধ্য রাত থেকে সংর্ঘষ শুরু হয়। শাতাইয়েহ আল কাসেম ব্রিগেডের কমান্ডার। কাসেম ব্রিগেড গাজাভিত্তিক অস্ত্রধারী প্রতিরোধ যোদ্ধার দল।
সূত্র-আলজাজিরা।