ইউক্রেনে সিরিজ বিস্ফোরণে নিহত ১৩
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ইউক্রেনে-সিরিজ-বিস্ফোরণে-নিহত-১৩
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিরিজ বিস্ফোরণের জন্য ইউক্রেনীয় বাহিনীকে দায়ী করেছেন মেয়র আলেক্সি কুলেমজিন। তার দাবি, ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণের কারণেই এ পরিস্থিতির উদ্ভব হয়েছে। তবে কিয়েভের পক্ষ থেকে এ ব্যপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে আলেক্সি কুলেমজিন বলেন, ডনেস্কের কুইবিশেভস্কি জেলায় চালানো হামলায় দুই শিশুসহ ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শহরের পশ্চিমে একটি গ্রাম থেকে ডনেস্কের কুইবিশেভস্কি জেলায় নয়টি ১৫০ মিমি শেল ছোড়া হয়। স্থানীয় রাজনীতিক ডেনিস পুশিলিন অভিযোগ করে বলেন, ইচ্ছাকৃতভাবে একটি বাস স্টপ, একটি দোকানও একটি ব্যাংকে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইউক্রেনীয় বাহিনী।
বিবিসির পক্ষ থেকে স্বাধীনভাবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
২০১৪ সাল থেকে রাশিয়ার প্রক্সি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে ডনেস্ক। সেখানকার রুশ সমর্থিত কর্তৃপক্ষ ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে দফায় দফায় শহরটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ করে আসছে।