সাফ চ্যাম্পিয়নশিপের সব পুরস্কার বাংলাদেশের দখলে
প্রকাশিত : ১০:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
সাফ-চ্যাম্পিয়নশিপের-সব-পুরস্কার-বাংলাদেশের-দখলে
ষষ্ঠ সাফ নারী চ্যাম্পিয়নশিপের সব পুরস্কারই অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতার পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও জিতেছে বাংলাদেশ।
এছাড়া এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন লাল-সবুজের বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন তিনি।
সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রুপনা চাকমা। সোমবার ফাইনাল ম্যাচে নেপাল দলের করা ব্যবধান কমানো গোলটি বাংলাদেশের জালে প্রথম গোল।
টুর্নামেন্টের পাঁচ ম্যাচে মাত্র একটি গোল জড়িয়েছে বাংলাদেশের জালে। বিপরীতে পুরো টুর্নামেন্টে ২৩টি গোল করেছেন বাংলাদেশের মেয়েরা।
টুর্নামেন্টে বাংলাদেশের ৫ ম্যাচের ফল: মালদ্বীপের বিপক্ষে ৩-০; পাকিস্তানের বিপক্ষে ৬-০; ভারতের বিপক্ষে ৩-০; ভুটানের বিপক্ষে ৮-০ ও নেপালের বিপক্ষে ৩-১।