বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরানি নারীর মৃত্যুতে তোলপাড়, দুঃখজনক বলছে পুলিশ

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ইরানি-নারীর-মৃত্যুতে-তোলপাড়-দুখজনক-বলছে-পুলিশ

ইরানি-নারীর-মৃত্যুতে-তোলপাড়-দুখজনক-বলছে-পুলিশ

ইরানে হিজাব আইন ভাঙার অভিযোগে মাহসা আমিনি নামে ২২ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করে দেশটির পুলিশ। গ্রেফতারের কয়েক ঘণ্টা পরই ওই নারী কোমায় চলে যান ও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তবে পুলিশি হেফাজতে নারীর মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তেহরান পুলিশের প্রধান। এ ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না বলেও জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দেশটির নীতি পুলিশের মারধরের শিকার হয়েই ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়, নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক ও দেশীয় মানবাধিকার সংস্থাগুলো।

পুলিশ যদিও প্রত্যক্ষদর্শী এবং ঐ নারীর পরিবারের সদস্যদের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে তিনি মারা যান। 

মাহসা আমিনি বংশগতভাবে ইরানের কুর্দি সম্প্রদায়ের অন্তভুক্ত। তার মৃত্যুতে সাম্প্রদায়িক কোনো বিষয় রয়েছে কিনা তা জানা যায়নি।  

সূত্র: বিবিসি