বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুবকের ফুসফুসে মিলল ৫ বছর আগে হারিয়ে যাওয়া নোলক

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

যুবকের-ফুসফুসে-মিলল-৫-বছর-আগে-হারিয়ে-যাওয়া-নোলক

যুবকের-ফুসফুসে-মিলল-৫-বছর-আগে-হারিয়ে-যাওয়া-নোলক

বছর পাঁচেক আগে নাকের নোলক হারিয়ে ফেলেছিলেন এক যুবক। সম্প্রতি তা খুঁজে পাওয়া গেছে। তবে আশ্চর্যের বিষয় হলো সেই নোলকটির খোঁজ মিলেছে ওই যুবকের ফুসফুসে!

এ ঘটনায় অবাক চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জোয়ি লাইকিন নামে ৩৫ বছর বয়সী ওই যুবকের ক’দিন আগে মাঝরাতে হঠাৎ কাশিতে ঘুম ভেঙে যায়। তখন থেকেই শ্বাস নিতে অসুবিধা শুরু হয়। এরপরই তিনি হাসপাতালে যান।

চিকিৎসকরা জানান, সম্ভবত নিউমোনিয়া হতে পারে। রুটিন মাফিক ফুসফুসের এক্স-রে করা হয়। তাতেই বোঝা যায় নিউমোনিয়া নয়, বরং যুবকের বাঁ ফুসফুসে ঘোড়ার ক্ষুরের মতো কিছু আটকে আছে।

ডাক্তাররা তখন এক্স-রে প্লেটটি জোয়িকে দেখান। আর সেটি দেখে চমকে ওঠেন তিনি। পাঁচ বছর আগে হারানো তার নাকের নোলকটি রয়েছে ফুসফুসের মধ্যেই। 

জানা যায়, বছর পাঁচেক আগে শখ করে ওই নোলক কিনে নাকে লাগিয়েছিলেন। একদিন ভোরে উঠে দেখেন নাকে নোলক নেই। তারপর হাজার খুঁজেও তার হদিস মেলেনি।

চিকিৎসকরা বলছেন, ঘুমন্ত অবস্থায় নোলকটি কোনোভাবে নাক দিয়ে ঢুকে শ্বাসনালিতে আটকে যায়। কয়েক বছর ধরে সেটি সেখানেই ছিল। যদিও টের পাননি নোলকের মালিক জোয়ি।