ভয়ংকর কারাগার থেকে যেভাবে মুক্তি পেলেন শীর্ষ তালেবান সদস্য
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ভয়ংকর-কারাগার-থেকে-যেভাবে-মুক্তি-পেলেন-শীর্ষ-তালেবান-সদস্য
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, গুয়ানতানামো বে-তে বছরের পর বছর ধরে বন্দী একজন সিনিয়র তালেবান বন্দী সোমবার জানান যে- আফগানিস্তানে অপহৃত একজন আমেরিকান বন্দীর বিনিময়ে সোমবার তাকে মুক্তি দেয়া হয়েছে।
বশির নুরজাই নামে ওই তালেবান সদস্য একজন কুখ্যাত ড্রাগ লর্ড বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সোমবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে তিনি ১৭ বছর ছয় মাস ধরে বন্দী ছিলেন। তিনিই ছিলেন সেখানকার শেষ তালেবান বন্দী।
তালেবান-নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মির খান মুত্তাকিও নুরজাইয়ের পাশাপাশি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং এই বন্দী বিনিময়কে স্বাগত জানিয়ে বলেন, “এটি মার্কিন-তালেবান সম্পর্কের একটি ‘নতুন যুগের’ সূচনা করেছে।”
মুত্তাকি আরও বলেন, ‘বশিরের বিনিময়ে যাকে মুক্তি দেয়া হয়েছিল তিনি ছিলেন মার্কিন নৌবাহিনীর একজন অভিজ্ঞ সদস্য এবং বেসামরিক ঠিকাদার মার্ক ফ্রেরিচ্স। সে সময় দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিন জানায়, ২০২০ সালের ৩১ জানুয়ারি তাকে আফগানিস্তান থেকে অপহরণ করা হয়। এরপর তাকে একটি ভিডিওতে দেখা যায় যেখানে সে পরিবারের কাছে ফিরে যাওয়ার আকুল আবেদন জানিয়ে মুক্তির অনুরোধ করছিল।
যদিও ফ্রেরিচ্সের মুক্তির বিষয়ে ওয়াশিংটন থেকে পুরোপুরি নিশ্চিত না করে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে।
এদিন মুত্তাকি কাবুলের সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘এটি আফগানিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এবং এটি উভয় দেশের মধ্যে আলোচনার জন্য একটি নতুন দ্বার উন্মোচন করতে পারে।’