বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জুভেন্টাসকে হারিয়ে মোঞ্জার ইতিহাস

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

জুভেন্টাসকে-হারিয়ে-মোঞ্জার-ইতিহাস

জুভেন্টাসকে-হারিয়ে-মোঞ্জার-ইতিহাস

নিজেদের একশ বছরেরও বেশি সময়ের ইতিহাসে এবারই প্রথম ইতালিয়ান সিরি আয় খেলছে মোঞ্জা। চলতি লিগে সব ম্যাচেই হারের মুখ দেখেছিল তারা। অথচ সেই দলের কাছেই হেরেছে জুভেন্টাস।

রোববার সিরি আর ম্যাচে ইউ-পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিক মোঞ্জা ১-০ গোলে হারিয়েছে সাবেক লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসকে। এর মাধ্যমে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেলো তুরিনের ওল্ড লেডিরা।

ম্যাচ শেষের ১৫ মিনিট আগে অভিজ্ঞ ড্যানিশ অ্যাটাকার ক্রিস্টিয়ান গিটকায়েরের গোলে মোঞ্জার ঐতিহাসিক জয় নিশ্চিত হয়। এর ফলে জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির উপর চাপ আরো বাড়লো।  

৪০ মিনিটে আরমান্ডো ইজ্জোকে কনুই দিয়ে আঘাতের কারনে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। দলের পরাজয়ে এই লাল কার্ডই মূলত দায়ী বলে ম্যাচ শেষে স্বীকার করেছেন তিনি। 

এই পরাজয়ে সাত ম্যাচে মাত্র দুই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে নেমে গেছে জুভেন্টাস। ম্যাচ শুরুর আগে জুভেন্টাসের প্রধান নির্বাহী মরিজিও আরিভাবেনে বলেছিলেন ২০২৫ সাল পর্যন্ত চুক্তিতে থাকা আলেগ্রিকে বরখাস্তের প্রশ্নই আসে না। 

ঐতিহাসিক এই জয়ের পরও মোঞ্জা রেলিগেশন জোনেই রয়েছে। তবে তলানির দুই দল সাম্পদোরিয়া ও ক্রিমোনেন্সকে পিছনে ফেলে ১৮তম স্থানে উঠে এসেছে তারা।