মাদ্রিদ ডার্বি জিতে লা লিগা টেবিলের শীর্ষে রিয়াল
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
মাদ্রিদ-ডার্বি-জিতে-লা-লিগা-টেবিলের-শীর্ষে-রিয়াল
মৌসুমের শুরু থেকেই শিরোপা ধরে রাখার মিশনে দারুন সাফল্য দেখিয়ে চলেছে গ্যালাকটিকোরা। ছয় ম্যাচে এটি তাদের তাদের শতভাগ জয়। এই জয়ে বার্সেলোনার থেকে দুই পয়েন্ট এগিয়ে থাকলো আনচেলত্তির দল।
মাদ্রিদ ডার্বির উত্তেজনা ছাড়িয়ে কাল ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিলেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। পুরো সপ্তাহ জুড়েই বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়া ভিনিকে নিয়ে চলেছে আলোচনা। এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠে পুরো ফুটবল বিশ্বেই।
রিয়ালের সতীর্থ ছাড়াও বিশ্বের অন্যান্য লিগে খেলা ব্রাজিলিয়ানদের সঙ্গে সাবেক তারকারাও অনেকেই এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে। ম্যাচের আগে অ্যাথলেটিকোর ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামের বাইরে সমর্থকরা ভিনিসিয়াসকে নিয়ে বিরুপ মন্তব্য করেছে।
তারা সরাসরি ভিনিকে ‘বানর’ বলে সম্বোধন করেছে। রিয়ালের প্রথম গোলের পর ভিনিসিয়াসকে লক্ষ্য করে সমর্থকরা গ্যালারি থেকে বিভিন্ন বস্তুও ছুঁড়ে মেরেছে।
১৮ মিনিটে দলের আরেক ব্রাজিলিয়ান রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। গোলের পর রদ্রিগো ভিনিসিয়াসকে নিয়ে নেচে গোলের জয় উদযাপন করেছেন। এতে আরা ক্ষেপেছে অ্যাথলেটিকো সমর্থকরা। ম্যাচ শেষে রদ্রিগো বলেছেন, ‘ডার্বির মেজাজই আলাদা।
কিন্তু পুরো সপ্তাহ জুড়ে যা চলেছে তাতে আজকের পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন ছিল। আমরা মাঠে তার জবাব দিয়েছি। আমি শুধুমাত্র আমার কথাই বলতে পারি। আরো একটি গোলের পাশাপাশি ভাল খেলতে পারায় আমি সত্যিই দারুন খুশী।’
ইনজুরি আক্রান্ত ফরাসি তারকা করিম বেনজেমাকে ছাড়াই কাল মাঠে নেমেছিল সফরকারীরা। অন্যদিকে অ্যাথলেটিকোর হয়ে মৌসুমে প্রথমবারের মত মূল একাদশে খেলতে নেমেছিলেন আন্তোনিও গ্রিজম্যান। শুরুতে অ্যাথলেটিকোই দাপট দেখিয়েছে।
উত্তেজনাকর পরিস্থিতিতে দিয়েগো সিমিওনের দল মাঠের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়। এর ফলে লস ব্লাঙ্কোসরা কিছুটা হলেও পিছিয়ে পড়ে। ফিলিপের শট বারের উপর দিয়ে চলে যায়। ইয়ানিক কারাসকোর শট ডানি কারভাহালের সঙ্গে ডিফ্লেকটেড হয়ে বাইরে চলে যায়।
অ্যাথলেটিকোর আধিপত্য সত্ত্বেও এগিয়ে যায় মাদ্রিদ। রক্ষণভাগের উপর দিয়ে অরেলিয়েন টিচুয়ামেনির দারুন এক পাসে রদ্রিগো ১৮ মিনিটে অ্যাথলেটিকো গোলরক্ষক ইয়ান অবলাককে পরাস্ত করেন।
এক গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফিরে আসতে মরিয়া হয়ে উঠে সিমিওনের শিষ্যরা। কারাসকোকে হতাশ করেন থিবো কোর্তোয়া। গ্রিজম্যানের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
অ্যাথলেটিকো সমর্থকদের প্রতি মুহূর্তের বিরোধীতা সত্তেও লুকা মড্রিচের সঙ্গে বোঝাপড়ায় পোস্টে শট নেন ভিনিসিয়াস। কিন্তু দূর্ভাগ্যবশত তার শটটি পোস্টে লেগে ফেরত আসলে ৩৬ মিনিটে ফিরতি বলে ব্যবধান দ্বিগুন করেন ভালভার্দে।
সব ধরনের প্রতিযোগিতায় সাত ম্যাচে এনিয়ে চার গোল ও দুটি অ্যাসিস্ট করলেন ২৪ বছর বয়সী এই উরুগুইয়ান মিডফিল্ডার। ইতোমধ্যেই আনচেলত্তির দলে নিজেকে অপরিহার্য্য প্রমান করেছেন ভালভার্দে।
আনচেলত্তি বলেছেন, ‘ভালভার্দে ও রদ্রিগো দুজনেই বিশেষ খেলোয়াড়। কারন আধুনিক ফুটবল সম্পর্কে ধারনা রাখে। তারা একের অধিক পজিশনে খেলতে পারে। যা দলের জন্য খুবই জরুরী। আমরা তাদেরকে দলে পেয়ে সত্যি আনন্দিত।’
এনিয়ে এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯টি ম্যাচেই জয়ী হলো রিয়াল।