তিন দশক পর জম্মু-কাশ্মিরে সিনেমা হল চালু
প্রকাশিত : ০৮:২০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
তিন-দশক-পর-জম্মু-কাশ্মিরে-সিনেমা-হল-চালু
আশার কথা হলো, তিন দশক পর জম্মু-কাশ্মিরে চালু হয়েছে সিনেমা হল। রোববার সেখানে দুটি সিনেপ্লেক্স উদ্বোধন করেন লেফটেনেন্ট গর্ভনর মনোজ সিনহা। মঙ্গলবার থেকে প্রথম সিনেমা দেখানো হবে সেখানে।
মনোজ সিনহা টুইটারে লেখেন, জম্মু ও কাশ্মিরের জন্য একটি ঐতিহাসিক দিন। পুলওয়ামা ও সোপিয়ানে দুটি সিনেমা হল উদ্বোধন করা হলো।
তিনি এই সিনেমা হল দুটি সোপিয়ান ও পুলওয়ামার মানুষ এবং যুব সম্প্রদায়কে উৎসর্গ করেছেন। সিনেপ্লেক্সের উদ্বোধন দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় করেছিলেন মানুষ।
কাশ্মিরের এই নতুন মাল্টিপ্লেক্সে রাখা হয়েছে ফুড কোর্টও। সিনেমা ছাড়াও এখানে তথ্যপ্রযুক্তি বিষয়ে যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন মনোজ সিনহা। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী দিনে অনন্তনাগ, রাজৌরি, শ্রীনগরের মতো এলাকাতেও এমন মাল্টিপ্লেক্স চালু হবে।