দুই গোলের লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
দুই-গোলের-লিড-নিয়ে-বিরতিতে-বাংলাদেশ
কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সোয়া পাঁচটায় দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের ম্যাচটি শুরু হয়। ম্যাচের একদম শুরুতেই আক্রমণে গিয়েছিল বাংলাদেশ। তবে প্রথম মিনিটের সেই চেষ্টা প্রতিহত করেন নেপাল গোলরক্ষক।
ম্যাচের শুরুর একাদশে ছিলেন না শামসুন্নাহার। তবে একাদশের একজন খেলোয়াড়ের অসুস্থতার কারণে দশম মিনিটে মাঠে নামেন তিনি। আর এই চার মিনিটের মাথায় করেন বাজিমাত।
কর্নার থেকে দারুণ এক মাপা শটে ম্যাচের ১৪তম মিনিটে বল জালে জড়ান শামসুন্নাহার জুনিয়র। তার গোলের সঙ্গে স্তব্ধ হয়ে যায় রঙ্গশালা স্টেডিয়াম।
এরপর অবশ্য খেলায় প্রাধান্য বিস্তার করেছে নেপাল। একটু পরপরই আক্রমণে আসছিল তারা। এর মাঝে সবচেয়ে বড় বিপদ হতে পারতো ৩৭তম মিনিটে। যে যাত্রায় জটলা থেকে গোল প্রায় পেয়েই গিয়েছিল স্বাগতিকরা।
প্রথমে সাইড বার, এরপর গোল লাইন থেকে বল ক্লিয়ার না হলে ম্যাচে সমতায় ফিরতো নেপাল। খেলার ধারার বিপরীতে ম্যাচের ৪১তম মিনিটে ফের আনন্দে ভাসে বাংলাদেশ। এবার নেপালের ভুলে দারুণ বুদ্ধিমত্তায় গোল করেন কৃষ্ণা রাণী সরকার।
আজকের আগে পরিসংখ্যানের হিসেবে এগিয়ে আছে নেপাল, তাছাড়া স্বাগতিক বলে আলাদা সুবিধাও রয়েছে তাদের। কিন্তু অতীতের সুখস্মৃতি তাদের শতভাগ স্বস্তি দিতে যথেষ্ট নয়। আজ ৯০ মিনিটে দারুণ কিছু করতে পারলে শেষ হাসি হাসবে বাংলাদেশই।
পঞ্চমবারের মতো ফেভারিট হিসেবে মাঠে নেমেছে নেপাল। অন্যদিকে বাংলাদেশের এটা দ্বিতীয়। আজকের ফাইনালে যে দল জিতবে তারাই প্রথমবার সাফ ট্রফির স্বাদ পাবে।