বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদেশিদের নিরাপত্তা ছাড়পত্র ও চাকরির ভেরিফিকেশন হবে অনলাইনে

প্রকাশিত : ০৬:১০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

বিদেশিদের-নিরাপত্তা-ছাড়পত্র-ও-চাকরির-ভেরিফিকেশন-হবে-অনলাইনে

বিদেশিদের-নিরাপত্তা-ছাড়পত্র-ও-চাকরির-ভেরিফিকেশন-হবে-অনলাইনে

অনলাইনে নিরাপত্তা ছাড়পত্র ব্যবস্থা চালু করতে ‘অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেম’ নামে একটি সফটওয়্যার তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

এর মাধ্যমে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়া, বিদেশে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের নাগরিকত্ব যাচাই ও সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে চাকরির প্রাক বাছাইয়ের কার্যক্রম অনলাইনে শেষ করা হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সফটওয়্যার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এরই মধ্যে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। 

এ বিষয়ে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) মো. খায়রুল আলম বলেন, নিরাপত্তা ছাড়পত্রের জন্য প্রক্রিয়া অনুসরণ করে বিভিন্ন দফতর থেকে সুরক্ষা সেবা বিভাগে অনলাইনে আবেদন আসবে। এরপর আমরা সিস্টেম ব্যবহার করে বিভিন্ন এজেন্সির কাছে পাঠাব। এজেন্সি অনলাইনেই রিপোর্ট পাঠিয়ে দেবে। রিপোর্ট এলে আমরা আবার সংশ্লিষ্ট সংস্থার অনুকূলে ছাড়পত্র অনলাইনেই ইস্যু করব।

তিনি আরো বলেন, আগামীকাল সফটওয়্যারটি উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ব্যবস্থায় নিরাপত্তা ছাড়পত্র প্রদান কার্যক্রম সহজ ও দ্রুত হবে।