চীনে মাঙ্কিপক্স ঠেকাতে বিদেশিদের সংস্পর্শ এড়িয়ে চলার নির্দেশ
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
চীনে-মাঙ্কিপক্স-ঠেকাতে-বিদেশিদের-সংস্পর্শ-এড়িয়ে-চলার-নির্দেশ
ওয়াইবিতে পোস্টের মাধ্যমে চীনের সিডিসি সেন্টারের প্রধান জানিয়েছেন, মাঙ্কিপক্স স্কিনের সংস্পর্শের মাধ্যমে একজন থেকে অন্য জনের মাঝে ছড়িয়ে পড়ে। এজন্য এ ভাইরাস থেকে রক্ষা পেতে বিদেশিদের কাছে না যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
তবে এ পোস্ট নিয়ে বিতর্ক উঠেছে। অনেকে একে বর্ণবাদী বলে মন্তব্য করেছে। এমন মন্তব্যের জেরে ওই পোস্ট মুছে ফেলা হয়েছে।
ওই পোস্টে জুনিও বলেন, সাধারণ জীবনযাপন করার পরও যে কেউ এ ভাইরাসে আক্রান্ত হতে পারে। তারপও এ থেকে রক্ষা পাওয়ায় জন্য অন্যদের সংস্পর্শে যাওয়া উচিত নয়। বিশেষ করে বিদেশিদের নিকট।
এছাড়াও জুনিও আরো জানান, যারা তিন সপ্তাহের মধ্যে বিদেশে ভ্রমণ করেছে তাদের কাছে স্থানীয়দের না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
আরো পড়ুন>> জাপানে শক্তিশালী টাইফুন ‘নানমাদোল’র তাণ্ডব, নিহত ২
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং এ বিদেশ থেকে আগত একজন ব্যক্তির মধ্যে প্রথম মাঙ্কিপক্স দেখা দেয়। এর একদিন পরই তিনি এ ধরনের মন্তব্য করেন। তবে ওই ব্যক্তি চীনা নাগরিক নাকি বিদেশী তা স্পষ্ট নয়।
আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে। এছাড়া পশুপাখির সংস্পর্শ কিংবা অন্য কারণেও যে কেউ এতে আক্রান্ত হতে পারে। এ ভাইরাসে আক্রান্ত হলে উপসর্গ হিসেবে জ্বর, মাথাব্যাথ্য এবং র্যাশ দেখা যায়।
মাঙ্কিপক্স নিয়ে ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা জারি করেছে।
সূত্র: রয়টার্স