এসি মিলানকে হারিয়ে সিরি আ টেবিলের শীর্ষে নাপোলি
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
এসি-মিলানকে-হারিয়ে-সিরি-আ-টেবিলের-শীর্ষে-নাপোলি
সান সিরোতে বিরতির পর ১০ মিনিটের মধ্যে মাত্তেও পোলিটানোর পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল নাপোলি। ৭৮ মিনিটে গিওভানি সিমিওনের হেডে নাপোলির জয় নিশ্চিত হয়। ইনজুরির কারণে তারকা স্ট্রাইকার ভিক্টর ওশিমেন ও কোচ লুসিয়ানো স্পালেত্তি নিষেধাজ্ঞার কারনে কাল নাপোলির ডাগ আউটে ছিলেন না।
এদিকে মৌসুমের প্রথম পরাজয়ে টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে এসি মিলান। তাদের থেকে তিন পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে নাপোলি। দলের হয়ে সিমিওনের প্রথম সিরি আ গোলে মিলানের ২২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড শেষ হয়ে গেল।
৬৯ মিনিটে অলিভার জিরুদের গোলে মিলান সমতা ফিরিয়েছিল। ম্যাচের শেষ ভাগে পিয়েরে কালুলুর শট পোস্টে না লাগলে নাপোলি হয়তো সমতা নিয়ে মাঠ ছাড়তে পারতো।
পর্তুগিজ তারকা ফরোয়ার্ড রাফায়েল লিয়াও নিষেধাজ্ঞায় থাকায় তার অনুপস্থিতি ভালই টের পেয়েছে মিলান। তবে নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেতের একের পর এক সেভে কাল এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের।
ম্যাচ শেষে মিলান কোচ স্টিফানো পিউলি বলেছেন, ‘আমি মোটেই খুশী নই, নিশ্চিতভাবে আমার খেলোয়াড়রাও নয়। আমরা মাত্র একটি গোল করতে পেরেছি এবং যতগুলো সুযোগ আমরা তৈরী করেছিলাম তার বিপরীতে এক গোল মোটেই যথেষ্ঠ ছিল না।’
তিনি আরো বলেন, ‘আশা করবো আক্রমণভাগ বিষয়গুলো নিয়ে চিন্তা করবে। কারণ আমি বিশ্বাস করি একমাত্র গোল করার সুযোগ নষ্ট করা ছাড়া অন্যান্য বিভাগে আমরা ভালই করেছি।’