বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুযোগ না পাওয়া সেই বিশ্ববিদ্যালয়ে `মধ্যমণি` হয়ে উঠলেন ফারিয়া

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

সুযোগ-না-পাওয়া-সেই-বিশ্ববিদ্যালয়ে-মধ্যমণি-হয়ে-উঠলেন-ফারিয়া

সুযোগ-না-পাওয়া-সেই-বিশ্ববিদ্যালয়ে-মধ্যমণি-হয়ে-উঠলেন-ফারিয়া

আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পেতে যাচ্ছে ২৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে শুরু হয়েছে সিনেমার প্রচারণা।এর অংশ হিসেবে রোববার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল অপারেশন সুন্দরবন সিনেমা নির্মাণ সংশ্লিষ্টরা। এ সময় হলে গিয়ে সিনেমা দেখার আহ্বান জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সিনেমার নায়ক সিয়াম আহমেদ, তাসকিন রহমান, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ ও নুসরাত ফারিয়াসহ একঝাঁক তারকা শিক্ষার্থীদের কাছে সিনেমার প্রচারণায় চালান।

শিক্ষার্থী ও সাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন অপারেশন সুন্দরবন টিম। বিকেলে জহির রায়হান মিলনায়তনে ঢোকার সময় থেকেই তাদের ঘিরে ছিলেন ভক্ত-দর্শকরা। মিলনায়তনে ঢোকার পরেও ছিল সেই ভিড়। বিশ্ববিদ্যালয়টির ফিল্ম বিষয়ক গ্রুপের তদারকিতে সেখানে যান ছবির টিম।

সিনেমার প্রচারের অংশ হিসেবে জহির রায়হান মিলনায়তনে ছিল অপারেশন সুন্দরবন সিনেমার ট্রেইলার ও গান প্রদর্শনী। এছাড়া মঞ্চে কথা বলেন সিয়াম এবং ফারিয়া।

প্রচারণাকালে সিয়াম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি শীতেই আমি ঘুরতে আসতাম। বাংলাদেশের সেরা একটা বিশ্ববিদ্যালয় এটি। অপারেশন সুন্দরবনের পরিচালকও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দীপংকর। স্বাভাবিকভাবেই আপনাদের সহযোগিতা আমরা পাব। সবাইকে হলে গিয়ে সিনেমা দেখার আমন্ত্রণ।’

সেখানে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়ার বিষয়টি শেয়ার করেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, দশ বছর আগে এখানে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। চান্স পাইনি। তারপর আমি ইউনিভার্সিটিতেই পড়িনি। আমার লক্ষ্য ছিল, ভালো কোনো জায়গায় চান্স না পেলে পড়াশোনাই করব না। এরপর চার-পাঁচ বছর গ্যাপ নিয়েছি। একটা সময় ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি করেছি। কিন্তু পড়াশোনা শেষ করেছি। আমি ভীষণ খুশি, কারণ এই বিশ্ববিদ্যালয়টি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) যেকোনো কারণেই হোক আমার জীবনের একটি অংশ।’

এ সময় সবাইকে ‘অপারশেন সুন্দরবন’ সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন, এটি আমার ২০তম সিনেমা। কিন্তু মনে হচ্ছে প্রথম সিনেমা। এত থ্রিল আর এক্সাইটমেন্ট যে ভাষায় প্রকাশ করতে পারব না। এই ছবির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। চার বছর কষ্ট করেছি এর জন্য। বাবা-মায়ের সঙ্গে কথা বলিনি। কারও সঙ্গে যোগাযোগ ছিল না। বনে-জঙ্গলে শুটিং করেছি। তখন কিছু খেতে চাইলেও সেটার জন্য দুদিন অপেক্ষা করতে হয়েছে। সুতরাং সবার কাছে অনুরোধ, পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখতে যাবেন।

প্রসঙ্গত, ‘অপারেশন সুন্দরবন’ জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত সিনেমা। বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনীচিত্র এটি।

রিয়াজ, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ ও নুসরাত ফারিয়াসহ একঝাঁক তারকা সমৃদ্ধ সিনেমাটি পরিচালনা করেছেন ঢাকা অ্যাটাকখ্যাত দীপংকর দীপন। তারকাবহুল এই চলচ্চিত্রের অর্থায়নে রয়েছে র‍্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড।