টিভিতে দেখা যাবে বাংলাদেশের ফাইনাল ম্যাচ
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
টিভিতে-দেখা-যাবে-বাংলাদেশের-ফাইনাল-ম্যাচ
এবারের ফাইনাল ম্যাচটি শুরুতে কোথাও দেখানোর কথা ছিল না। তবে ম্যাচ শুরু কয়েক ঘণ্টা আগে টি স্পোর্টস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই খেলা সরাসরি সম্প্রচার করবে।
বাংলাদেশের ভক্তরা খেলাটি অনলাইনেও দেখতে পারবেন। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে লাইভ স্টিমিং ওয়েবসাইট ইলেভেন স্পোর্টস।
২০১৬ সালের ফাইনালে ভারতের কাছে হেরে বাংলার মেয়েদের সাফ জয়ের স্বপ্নভঙ্গ হয়। সাফের গেল পাঁচ আসরে একবার রানার্স-আপ, ৩ বার সেমিফাইনাল এবং একবার গ্রুপপর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে এবার আর শিরোপা হাতছাড়া করতে চায় না সাবিনা-সানজিদারা।
চলতি সাফে সর্বোচ্চ গোল বাংলাদেশের। গ্রুপপর্ব ও সেমিফাইনাল মিলিয়ে চার ম্যাচে সাবিনা-স্বপ্নারা গোল করেছেন ২০টি। হজম করতে হয়নি একটিও। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারও বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। ৮ গোল নিয়ে সবার শীর্ষে আছেন তিনি।
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে বলেন, 'মেয়েদের মধ্যে কোনো চাপ নেই। তারা স্বাভাবিক খেলাটাই খেলবে। পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে খেলে আসছি, সেভাবেই খেলব। ফাইনাল ম্যাচটা জিতে ইতিহাস গড়তে চাই আমরা। সেটা যেন আমরা করতে পারি এটাই আমাদের লক্ষ্য থাকবে।'
সাফের গেল পাঁচ আসরের চ্যাম্পিয়ন ভারত এবার ছিটকে গেছে সেমিফাইনালেই। আর তাই আজকের ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে দক্ষিণ এশিয়া। ফেবারিট হিসেবেই খেলতে নামবে বাংলাদেশ।