রনির অবস্থার অনেকটাই উন্নতি, তবে শঙ্কামুক্ত নন: ডা. সামন্ত লাল
প্রকাশিত : ০২:২০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
রনির-অবস্থার-অনেকটাই-উন্নতি-তবে-শঙ্কামুক্ত-নন-ডা-সামন্ত-লাল
সোমবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে ডা. সামন্ত লাল সেন এসব কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
তিনি জানান, গতকালও আমরা একটা মেডিকেল বোর্ড বসিয়েছিলাম। আজকেও একটু পর মেডিকেল বোর্ড বসবো।
আরো পড়ুন> হুমায়ূন আহমেদের চিত্রকর্ম আত্মসাৎ: স্বামীসহ রুমার বিরুদ্ধে সমন
গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা তদন্তে গাজীপুর জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, আমি রনির সঙ্গে কথা বলেছি, সে বলেছে আগের চেয়ে ভালো বোধ করছে। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি।
গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ চার জন দগ্ধ হয়েছেন। পরে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
কৌতুক অভিনেতা আবু হেনা রনির ম্যানেজার সাদিক আল হাসান জানান, গাজীপুর মেট্রোপলিটনের চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন রনি। সেখানে গ্যাস বেলুন থেকে একটি বিস্ফোরণ হয়। তখন পাশেই দাঁড়িয়ে থাকা রনিসহ আরো কয়েকজন পুলিশ কনস্টেবল দগ্ধ হয়েছেন। রনি ও কনস্টেবল জিল্লুরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।