বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জিতেও গোল ব্যবধানে কপাল পুড়লো যুবাদের

প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

জিতেও-গোল-ব্যবধানে-কপাল-পুড়লো-যুবাদের

জিতেও-গোল-ব্যবধানে-কপাল-পুড়লো-যুবাদের

আজ কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এতে নেপালকে হারাতে পারলেই ইতিহাস গড়বেন সাবিনারা। তবে সাবিনাদের ২৪ ঘণ্টা আগেই নেপালিদের হারিয়েছেন নোভা-জনিরা। তবে এ ম্যাচে জিতলেও গোল ব্যবধানে কপাল পুড়লো যুবাদের।

এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। নেপালকে তিন গোলে হারিয়ে বাংলাদেশ চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে যুগ্মভাবে স্বাগতিক বাহরাইনের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে।

নেপালকে হারিয়ে বাংলাদেশের যুবারা অপেক্ষায় ছিল স্বাগতিক বাহরাইনের হারের। এএফসি অ-২০ চ্যাম্পিয়নশীপ বাছাইয়ে বি গ্রুপের শেষ ম্যাচে কাতার বাহরাইনকে ২-০ গোলে হারিয়েছে। 

এ হারে বাংলাদেশ ও স্বাগতিক বাহরাইন উভয় দল ৭ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকা বি গ্রুপের স্বাগতিক বাহরাইন রানার্সআপ হয়। 

এএফসি অ-২০ চ্যাম্পিয়নশীপ বাছাই দশটি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে। দশ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ চুড়ান্ত পর্বে খেলবে। বি গ্রুপে চার ম্যাচ জিতে ১২  পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন কাতার। 

বাংলাদেশ গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানারআপ হতে পারেনি। স্বাগতিক বাহরাইনের গোল ব্যবধান যেখানে +৫ সেখানে বাংলাদেশের +১। নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৩-০ গোলের ব্যবধানে আর বাহরাইন জিতেছিল ৬-০ স্কোরলাইনে। 

কাতারের বিপক্ষে বাংলাদেশের হার ০-৩ গোলে আর বাহরাইনের ০-২ গোলে। পয়েন্ট সমান হলেও এই চার গোলের ব্যবধান বাংলাদেশকে গ্রুপ রানার্সআপ হতে দেয়নি। 

বাংলাদেশ এই টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গিয়েছিল। স্বাগতিক বাহরাইনের সঙ্গে গোলশূন্য ড্র করে যাত্রা শুরু। পরবর্তীতে ভুটানের সঙ্গে ২-১ ব্যবধানে জেতে পাপ্পুর দল। বাহরাইনও একই ব্যবধানে জিতেছিল। কাতারের বিপক্ষে বাংলাদেশ ০-৩ গোলে হারের দিন বাহরাইন নেপালকে ৬ গোল দিয়ে গোল ব্যবধানে এগিয়ে যায়।