তৃতীয় ম্যাচেও বাংলাদেশ লিজেন্ডসদের হার
প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
তৃতীয়-ম্যাচেও-বাংলাদেশ-লিজেন্ডসদের-হার
রোববার বাংলাদেশের নাগালে ম্যাচ থাকলেও শেষ পর্যন্ত হ্যাডিনের দানবীয় ব্যাটিংয়ে জয় তুলে নেয় অজিরা।
বাংলাদেশের দেওয়া বড় লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেন অধিনায়ক শেন ওয়াটসন। ব্যক্তিগত ৩৫ রান করে এই ওপেনার ফিরলে রানের চাকা কিছুটা থামে অজিদের।
৯০ রানে ৫ উইকেট হারিয়ে অজিরা বিপাকে পড়লে দলের হয়ে হাল ধরেন হ্যাডিন। তবে ফার্গুসন ২৪ রান করে চাপ সামাল দেন সাময়িক। এরপরই অজিদের টপ অর্ডার ভেঙে গুড়িয়ে দেন টাইগার স্পিনার ইলিয়াস সানী। একাই তুলে নেন অজিদের ৪ উইকেট।
শেষ ওভারে ২১ রান প্রয়োজন হলে বোলার আবুল হোসেন রাজু দাঁড়াতেই পারেননি বল হাতে। শেষ বলে চার মেরে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা। হ্যাডিন অপরাজিত থাকেন ৫৮ রানে।
রোড সেফটি সিরিজে রোববার প্রথমে ব্যাট করে বাংলাদেশ লিজেন্ডসের ব্যাটসম্যানরা স্কোরবোর্ড বড় সংগ্রহ যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৮ রান তোলে বাংলাদেশ লিজেন্ডসের তারকারা।
এদিন টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে টানা তিন ম্যাচে তৃতীয়বারের মতো শূন্য রানে আউট হন নাজিমউদ্দিন। আরেক ওপেনার মেহরাব হোসেন ৭ এবং তিনে নেমে আফতাব আহমেদ করেন ৬ রান। অলক কাপালি এদিনও করেন ২০ রান। পাঁচে নেমে নাজমুস সাদাত করেন ২০ রান। আগের ম্যাচে বড় রান করা ধীমান ঘোষ এদিন মাত্র ১ রান করে বিদায় নেন।
বাংলাদেশ লিজেন্ডসের পক্ষে সর্বোচ্চ রান করেন ইলিয়াস সানি। এই স্পিন অলরাউন্ডার ২৯ বলে ২ চার ও ১ ছয়ে ৩২ রান করে অপরাজিত থাকেন।
শেষদিকে অধিনায়ক মোহাম্মদ শরিফ ১৪, ডলার মাহমুদের ১৭ রানে ১৫৮ রানের বড় পুঁজি পেরোয় টাইগার লিজেন্ডসরা।