ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে পাওনা টাকার জন্য বিব্রত পিসিএ!
প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার
ভারত-অস্ট্রেলিয়া-সিরিজের-আগে-পাওনা-টাকার-জন্য-বিব্রত-পিসিএ
স্থানীয় গণমাধ্যমকে এসএসপি ট্র্যাফিক মণীষা চৌধুরী এ বিষয়টি প্রকাশ্যে এনেছেন।
গত পাঁচ বছর মোহালিতে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচগুলোর নিরাপত্তা দিয়ে আসছে চণ্ডিগড় পুলিশ। কিন্তু পুলিশের পাওনা পাঁচ কোটি রুপি এখনো পরিশোধ করেনি পিসিএ!
এবার আসন্ন সিরিজের আগে সেই টাকা চেয়ে বসেছে চণ্ডিগড় পুলিশ।
মোহালিতে খেলা থাকলে সবসময় চণ্ডিগড় পুলিশই খেলার নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। তাদের দাবি, গত পাঁচ বছরে মোহালিতে ভারতীয় দলের যতগুলো ম্যাচ হয়েছে, সবগুলো ম্যাচের নিরাপত্তা দিয়েছে তারা।
নিরাপত্তা প্রদানের খরচ বাবদ পিসিএর কাছে পাঁচ কোটি রুপি বকেয়া রয়েছে চণ্ডিগড় পুলিশের। সেই অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
এ বিষয়ে মণীষা বলেন, ‘ভারত এবং অস্ট্রেলিয়া দুটি দলেরই নিরাপত্তার দায়িত্বে আছি আমরা। মোহালিতে আগে যে ম্যাচগুলো হয়েছে, সেগুলোর অর্থ এখনো আমরা পাইনি। সেই ম্যাচগুলোতে চণ্ডিগড় পুলিশই দায়িত্বে ছিল। সেই অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার আবেদন করেছি। ’
তবে বিষয়টি নিয়ে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিএ) সচিব দিলশের খান্না কোনো মন্তব্য করেননি বলে জানা গেছে।