বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

৬০ বছর বয়সে ৪৮ তলা ভবন বেয়ে উঠলেন ফরাসি ‘স্পাইডার-ম্যান’

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার

৬০-বছর-বয়সে-৪৮-তলা-ভবন-বেয়ে-উঠলেন-ফরাসি-স্পাইডার-ম্যান

৬০-বছর-বয়সে-৪৮-তলা-ভবন-বেয়ে-উঠলেন-ফরাসি-স্পাইডার-ম্যান

ফ্রান্সের ‘স্পাইডার-ম্যান’ হিসেবে পরিচিত ব্যক্তি তার ৬০তম জন্মদিন পালন করেছেন কোনও নিরাপত্তা ছাড়াই প্যারিসের একটি ৪৮তলা ভবন বেয়ে উঠে। অ্যালেইন রবার্ট নামের এই ব্যক্তি কোনও রশি বা শক্ত কিছু ব্যবহার করেননি।

রোববার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিজের জন্মদিনে দড়ি বা অন্য কোনো সুরক্ষা উপকরণ ব্যাবহার না করেই প্যারিসের ট্যুর টোটাল এনার্জিস নামের ৪৮ তলা ভবনটির ছাদে উঠে যান তিনি।

ভবনটিতে ওঠার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নেয়া ও কোনো সুরক্ষা উপকরণ ব্যবহার না করায় ছাদে ওঠার পরই তাকে গ্রেপ্তার করে প্যারিস পুলিশ।

এক প্রতিবেদনে ফ্রান্সের সংবাদমাধ্যম ডিফেন্স নাইনটি টু-এর এক প্রতিবেদনে বলা হয়, আগেও বেশ কয়েকবার ট্যুর টোটাল এনার্জিস ভবনে আরোহণ করেছেন রবার্ট। এবার ভবনটির দেয়াল বেয়ে উঠতে তার মাত্র ৬০ মিনিট সময় লেগেছে।

ভবনটির ছাদে ওঠার পর রয়টার্সকে তিনি বলেন, ‘আমি প্রতিজ্ঞা করেছিলাম যে নিজের ৬০তম জন্মদিনে আমি এই ভবনটি বেয়ে উঠব। কারণ ফ্রান্সের প্রচলিত সংস্কৃতিতে ৬০ বছর বয়সকে অবসর গ্রহণের বয়স বলে বিবেচনা করা হয়।’

আরো পড়ুন>> জনসন বেবি পাউডারের লাইসেন্স বাতিল

‘কিন্তু আমি এই ধারণার সঙ্গে একমত নই; এবং এই কাজের মাধ্যমে আমি জনগণের উদ্দেশে বার্তা দিতে চাই যে, ষাট বছরেই নিজেকে বুড়ো মনে করার কোনো কারণই নেই। আপনি চাইলে ৬০ বা তার বেশি বছর বয়সেও সক্রিয় থাকতে পারেন, খেলাধুলা করতে পারেন, দারুন সব কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালেইন রবার্ট ওই ভবনে আরোহণ নিয়ে তার আরো একটি উদ্দেশ্যের কথা বলেছেন। এর মধ্য দিয়ে বৈশ্বিক উষ্ণতা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চেয়েছেন তিনি।

বিশ্বের উঁচু উঁচু ভবনে বেয়ে আরোহণের জন্য অ্যালেইন রবার্টর খ্যাতি রয়েছে। দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার দেয়াল বেয়েও উঠেছিলেন তিনি।

ভবনে ওঠার সময়ে কোনো প্রকার সুরক্ষা সমাগ্রী ব্যবহার না করায় ইতোমধ্যে তিনি ‘ফরাসি স্পাইডারম্যান’ নামে পরিচিতিও পেয়েছেন।

সাধারণত রবার্ট কোনো ধরনের পূর্ব ঘোষণা বা অনুমতি ছাড়াই ভবনগুলোর দেয়াল বেয়ে উঠে থাকেন। এ কারণে এর আগেও কয়েকবার গ্রেপ্তার হয়েছেন তিনি।