প্রথম শ্রেণির ক্রিকেটে আর খেলবেন না রুবেল
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার
প্রথম-শ্রেণির-ক্রিকেটে-আর-খেলবেন-না-রুবেল
দেশের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগে তাকে বল হাতে আর মাঠে দেখা যাবে না। অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের বড় দৈর্ঘ্যের প্রথম শ্রেণির ক্রিকেট।
সিলেটে পরিবার নিয়ে অবকাশ যাপনে থাকা এ ক্রিকেটার বলেছেন, ‘আমি নিজেকে টেস্ট ক্রিকেটে আর বিবেচেনা করছি না। এজন্য প্রথম শ্রেণির ক্রিকেট খেলার কোনও মানে নেই। আমার পরিবর্তে নতুন একজন পেসার সুযোগ পেলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে।’
লাল বলের প্রতি নিজের ভালোবাসা থাকলেও বয়স বাড়ায় এ ফরম্যাটে ভবিষ্যৎ ধূসর মনে হচ্ছে ডানহাতি এই পেসারের কাছে।
রুবেল বলেন, ‘বয়স বাড়ছে। আমার নিজের শরীরেরও তো একটি বিষয় আছে। এজন্য ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমার মনোযোগ বেশি। টেস্ট ক্রিকেট আমি পছন্দ করি। কিন্তু এখন আমার শরীর নিয়ে একটু ভাবতে হচ্ছে।’
সাদা পোশাক ও লাল বল নিয়ে নিজের ভালোবাসার কথা রুবেল জানালেও মাঠের পারফরম্যান্সের পরিসংখ্যান উল্টো তথ্যই দিচ্ছে।
ক্যারিয়ারে ২৭ টেস্ট খেলে রুবেলের উইকেট কেবল ৩৬টি। বোলিং গড় ৭৬.৭৭, ১০টির বেশি টেস্ট খেলা বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসে সবচেয়ে বাজে বোলিং গড় তারই। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ৬০ ম্যাচে তার উইকেট ৯৭টি। এখানেও বোলিং গড় ৫৪.০৩।