বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জনসন বেবি পাউডারের লাইসেন্স বাতিল

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার

জনসন-বেবি-পাউডারের-লাইসেন্স-বাতিল

জনসন-বেবি-পাউডারের-লাইসেন্স-বাতিল

জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) বেবি পাউডার উৎপাদনের লাইসেন্স বাতিল করেছে মহারাষ্ট্র সরকার। ভারতের অন্যতম অঙ্গরাজ্যটির ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বিষয়টি নিশ্চিত করেছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, জনস্বাস্থ্যের স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এফডিএ জানিয়েছে, জেঅ্যান্ডজের বেবি পাউডার নবজাতকদের ত্বকের ক্ষতি করতে পারে। ইতোমধ্যে গবেষণাগারে দেখা গেছে, এর পিএইচ আদর্শ মানের নয়। নমুনা সংগ্রহ করে এ ব্যাপারে জানা গেছে।

এরই মধ্যে ড্রাগস কসমেটিকস অ্যাক্ট-১৯৪০ সালের আওতায় এ নিয়ে জনসনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সেই সঙ্গে বাজার থেকে পাউডারটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।

তবে এ সিদ্ধান্ত নাকচ করে দিয়েছে জেঅ্যান্ডজে। এ আদেশ চ্যালেঞ্জ করে আদালতে রিট করবে যুক্তরাষ্ট্রের কোম্পানিটি।

আরো পড়ুন>> পর্ন দেখেন সৌদি আরবের ৯২ শতাংশ নারী!

সময় যত গড়াচ্ছে, জনসনের পণ্য নিয়ে বিতর্ক বাড়ছে। নেহাৎ মামলার সংখ্যাও কম নয়। পরিপ্রেক্ষিতে গত আগস্টে বিশ্বজুড়ে ২০২৩ সালের মধ্যে ট্যালকম বেবি পাউডারের উৎপাদন বন্ধ করার ঘোষণা দেয় মার্কিন কোম্পানিটি। বিকল্প হিসেবে সামনের দিনে কর্নস্টার্চভিত্তিক বেবি পাউডার তৈরি করবে তারা।

এর আগে যুক্তরাষ্ট্রে এক মামলায় ২২ নারীকে ২০০ কোটি ডলার ক্ষতিপূরণ দেয় জেঅ্যান্ডজে। আর ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও কানাডায় বিক্রি বন্ধ করে কোম্পানিটি। সেসময় অভিযোগ ওঠে, বেবি পাউডারে ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতিকর উপাদান অ্যাসবেস্টস রয়েছে।