বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে রাখার দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার

মাহমুদউল্লাহকে-বিশ্বকাপ-দলে-রাখার-দাবিতে-মানববন্ধন

মাহমুদউল্লাহকে-বিশ্বকাপ-দলে-রাখার-দাবিতে-মানববন্ধন

পরিসংখ্যানগত দিক দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে মাহমুদউল্লাহ বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ একজন ক্রিকেটার। যাকে বলা হয় সাইলেন্ট কিলার। নীরবে নিভৃতে যিনি বাংলাদেশকে জিতিয়েছেন অনেক ম্যাচ।

সেই মাহমুদউল্লাহকে বাদ দিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করে বিসিবি। তারপরই রীতিমতো আলোচনা-সমালোচনার ঝড় উঠে ক্রিকেট অঙ্গনে। এরই প্রতিবাদে এবার রাস্তায় নেমেছেন রিয়াদ প্রেমীরা। 

রোববার বিকেলে রিয়াদের নিজ জেলা ময়মনসিংহের সার্কিট হাউজ সংলগ্ন আবুল মনসুর সড়কে রিয়াদকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি নিয়ে মানববন্ধন করেন এলাকাবাসী। এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বকাপ এক্সপেরিমেন্টের জায়গা নয়। প্রতিবারই যদি এক্সপেরিমেন্টই করে যাই তাহলে আমাদের ফলাফলটা কি আসবে। যে কন্ডিশনে খেলা হবে সেখানে অভিজ্ঞতার খুব প্রয়োজন। কিন্তু অনভিজ্ঞদের দিয়ে যে দল গঠন করা হয়েছে তা রীতিমতো হতাশাজনক। 

তারা আরো বলেন, মাহমুদউল্লাহর অস্ট্রেলিয়ার মতো জায়গায় অনেক খেলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু তার বিগত কয়েকটা ম্যাচ বিবেচনায় নিয়ে এত বড় টুর্নামেন্ট থেকে তাকে বাদ দেয়া আমরা ক্রিকেটপ্রেমী হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারি না। 

দলের স্বার্থে, দেশের স্বার্থে তাকে যেন বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়। সেজন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।