বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডেঙ্গুতে একজনের মৃত্যু, শনাক্ত ৩৯৯

প্রকাশিত : ০৭:১০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার

ডেঙ্গুতে-একজনের-মৃত্যু-শনাক্ত-৩৯৯

ডেঙ্গুতে-একজনের-মৃত্যু-শনাক্ত-৩৯৯

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৯৯ নতুন রোগীর মধ্যে ২৮০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ১১৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৪৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এক হাজার ৮৯ জন ঢাকার মধ্যে এবং ৩৯৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১১ হাজার ১৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  এর মধ্যে ঢাকায় আট হাজার ৮১৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৬২ জন ডেঙ্গুরোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৯ হাজার ৬৪৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে সাত হাজার ৭০৫ জন ঢাকার এবং বাকি এক হাজার ৯৪৪ জন ঢাকার বাইরের বাসিন্দা।

নতুন একজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪৫ জনে পৌঁছেছে।