আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঝড় ও জলোচ্ছ্বাস
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার
আঘাত-হানতে-যাচ্ছে-শক্তিশালী-ঝড়-ও-জলোচ্ছ্বাস
কয়েক দশকের মধ্যে শক্তিশালী ঝড় প্রশান্ত মহাসাগরীয় টাইফুন মেরবোকের অবশিষ্টাংশ বছরের এই সময়ে এই অঞ্চলে প্রভাব ফেলছে এবং ঝড়টি সপ্তাহান্তে হারিকেনের শক্তি নিয়ে উপকূলকে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস টুইটারে বলেছে, ঝড়টি বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে, এর প্রভাবে ‘চরম ঢেউ, হারিকেনের প্রবল বাতাস, উপকূলীয় ভাঙ্গন এবং ভারী বৃষ্টিপাত’ হচ্ছে। ফেয়ারব্যাঙ্কস পরিষেবার আলাস্কা অফিস এক টুইটে বলেছে, ‘বন্যা আরও খারাপ হবে।’
আরো পড়ুন>> চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৭
ক্ষতিগ্রস্ত এলাকায় লোকদের জন্য এটিকে বিপর্যয় হিসেবে ঘোষণা করে গভর্নর মাইক ডানলেভি বলেছেন, এখনো আহত বা মৃত্যুর কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
আলাস্কা-ফেয়ারব্যাঙ্কস বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিশেষজ্ঞ রিক থমান ইমেইলের মাধ্যমে এএফপিকে বলেছেন, ‘গত ৫০ বছরের মধ্যে বেরিং সাগরে শরতের প্রথম দিকে এটিই সবচেয়ে শক্তিশালী ঝড়।’
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস