‘এ’ দলের হয়ে মাঠে ফিরছেন মুমিনুল
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার
এ দলের-হয়ে-মাঠে-ফিরছেন-মুমিনুল
তাই সিরিজটি আয়োজনে বিকল্প দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
সফরে এ দলে থাকবেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বিসিবির নির্বাচক প্যানেল এ খবর নিশ্চিত করেছেন।
টেস্ট নেতৃত্ব হারানোর পর ওয়েস্ট ইন্ডিজে জাতীয় দলের হয়ে সফর করেছিলেন মুমিনুল। ব্যাটে রান না পাওয়ায় মুমিনুলকে ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে পাঠাতে চেয়েছিল বোর্ড।
কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান রাজি না হওয়ায় সেখানে দুইটি চারদিনের ম্যাচ খেলা হয়নি। এবার মিঠুন, সাদমান, জয়, সাইফদের সঙ্গে মাঠে নামবেন বাংলাদেশের জার্সিতে টেস্টে সর্বোচ্চ ১১ সেঞ্চুরি করা মুমিনুল।
গত জুন থেকে মাঠের বাইরে মুমিনুল। ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টে তার ব্যাট থেকে আসে ০ এবং ৪ রান। দ্বিতীয় টেস্টে তাকে বাদ দিয়ে দল মাঠে নামে। শেষ ১০ ইনিংসের নয়টিতেই মুমিনুল দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
মাউন্ট মঙ্গানুইতে ৮৮ রানের ইনিংসের পর ১২ ইনিংসে তার মোট রান ৭৮! এ সময়ে চার ইনিংসেই রানের খাতা খুলতে পারেননি তিনি।
দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে মুমিনুল নিয়মিত অনুশীলন করছেন মিরপুরে। একাডেমির সেন্টার উইকেটে ঘাম ঝরাচ্ছেন নিয়মিত। সুযোগ পেলে মিরপুরের সেন্টার উইকেটেও ব্যাটিং করছেন।
সামনে দুইটি চারদিনের ম্যাচ তার রানে ফেরার বড় সুযোগ বলেই মনে করছেন নীতি নির্ধারকরা। বাংলাদেশ দলের সঙ্গে থাকার কথা কোচ রাসেল ডমিঙ্গোর। কিন্তু তিনি যোগ দেবেন কি না তা নিয়ে কেউই কথা বলছেন না।
ক্রিকেট পরিচালনা বিভাগের এক কর্মকর্তা বললেন,‘আমরা এগুলো নিয়ে কাজ করছি। এখনও কিছু ঠিক হয়নি। ডমিঙ্গোর বিষয়টি সরাসরি আমাদের চেয়ারম্যান স্যার হ্যান্ডেল করছেন।’