বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজধানীর নাম ও প্রেসিডেন্টের মেয়াদ পরিবর্তন করলো কাজাখস্তান

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার

রাজধানীর-নাম-ও-প্রেসিডেন্টের-মেয়াদ-পরিবর্তন-করলো-কাজাখস্তান

রাজধানীর-নাম-ও-প্রেসিডেন্টের-মেয়াদ-পরিবর্তন-করলো-কাজাখস্তান

এশিয়ার দেশ কাজাখস্তানের রাষ্ট্রপতির মেয়াদ ও রাজধানীর নাম পরিবর্তনের লক্ষ্যে আইন পাস করেছেন দেশটির প্রেসিডেন্ট কাশেম জমরাত টোকায়েভ। এতে রাষ্ট্রপতির দায়িত্বের মেয়াদ সাত বছর বাস্তবায়ন করবে কাজাখস্তান। একইসঙ্গে পুরো রাজধানীর নামে ফিরতে যাচ্ছে দেশটি।

শনিবার কাজাকাস্তানের প্রেসিডেন্টের আইন বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপনে সই করেন।

নতুন আইন অনুযায়ী, প্রেসিডেন্টের পাঁচ বছরের মেয়াদকে সাত বছরে উন্নীত করা হয়েছে। তবে একজন ব্যক্তি দুইবারের অধিক কাজাখস্তানের প্রেসিডেন্ট হতে পারবেন না। 

শুক্রবার সবচেয়ে উচ্চারিত এ সংশোধন আইন সমস্বরে সমর্থন করেন কাজাকখস্তানের সংসদ সদস্যরা।

প্রেসিডেন্টের সই করা বিলে কাজাখস্তানের রাজধানীর নাম ‘নুরসুলতান’ থেকে আবার ‘আস্তানা’ নামে পুনঃস্থাপিত করা হয়েছে। নুরসুলতান নাজারবায়েভের স্মরণে এক ২০১৯ সাল থেকে কাজাকাস্তানের রাজধানী নুরসুলতান করা হয়েছিল।

রাষ্ট্রপতির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, এ সংশোধন আইন শিগগিরই বাস্তবায়িত হতে যাচ্ছে।

সোভিয়েত ইউনিয়নের অধীনে তিন দশক কাজাকাস্তান শাসন করা নাজারবায়েভ ১৯৯৭ সালে রাজধানী হিসেবে আস্তানার নাম ঘোষণা করেন। এর আগে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয় কাজাকাস্তান।