বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনৈতিক কারণে-বাংলাদেশ ‘এ’ দলের আফগানিস্তান সফর বাতিল

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার

অর্থনৈতিক-কারণে-বাংলাদেশ-এ-দলের-আফগানিস্তান-সফর-বাতিল

অর্থনৈতিক-কারণে-বাংলাদেশ-এ-দলের-আফগানিস্তান-সফর-বাতিল

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে অক্টোবরে আরব আমিরাতে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে আফগানিস্তান এই সিরিজ খেলতে অপারগতা জানিয়েছে। এর ফলে আসছে মাসে আফগানদের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ বাতিল করা হয়। 

তাই বিকল্প দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। 

অক্টোবরের সূচিতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ ছিল। কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই মুহূর্তে সিরিজটি খেলতে আগ্রহী নয়। 

বিসিবি প্রধান নির্বাহী বলেন, 'আফগানিস্তানের অর্থনৈতিক সমস্যা কি না আমি বলতে পারবো না। আরেকটি বোর্ডের কী সমস্যা আমি বলার কেউ না। তারা আমাদের অনুরোধ জানিয়েছে নতুন সূচির জন্য। অন্য সময়ে এই সিরিজগুলো হবে।'

অন্য বোর্ডের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান নিজামউদ্দিন।

তিনি বলেন, 'যেহেতু সময়টা ফাঁকা আছে, আমরা অন্য দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে এটি আয়োজন করার চেষ্টা করবো। দেখা যাক কী হয়।'

এদিকে ক্রিকেট অপারেশান্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে একটু আর্থিক সমস্যা। তাদের ফান্ডে টাকা না থাকায় এ সিরিজটি স্থগিত করা হয়েছে। তবে আশা রয়েছে আগামীতে অন্য কোনো এক সময়ে সিরিজটি অনুষ্ঠিত হবে। যখন নতুন সূচি পাবো তখন জানিয়ে দেয়া হবে।’

১ অক্টোবর মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল দুবাই উড়াল দেওয়ার কথা ছিল। যে দলে থাকার কথা ছিল সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকেরও। দায়িত্বে ফেরার কথা ছিল প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। সবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দল দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলেছিল।

এর আগে গেল মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে চারদিনের ম্যাচ ও ওয়ানডে ম্যাচ খেলে এসেছিল বাংলাদেশ ‘এ’ দল। এবারের সফরেও মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, এনামুল হক বিজয়দের দুবাইতে যাওয়ার কথা ছিল। শোনা যাচ্ছিল সেখানে তামিম ইকবালের খেলার ও সম্ভাবনা ছিল।