মুকোকোর গোলে বুন্দেসলিগার শীর্ষে ডর্টমুন্ড
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার
মুকোকোর-গোলে-বুন্দেসলিগার-শীর্ষে-ডর্টমুন্ড
ডর্টমুন্ডের জয়ের দিনে অবশ্য অধিনায়ক মার্কো রিউসের গোঁড়ালির ইনজুরি কিছুটা হলে দু:শ্চিন্তায় ফেলেছে কোচ এডিন টারজিককে। ৩০ মিনিটে শালকে ডিফেন্ডার ফ্লোরিয়ান ফ্লিকের সাথে সংঘর্ষে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
ম্যাচ শুরুর পর জুড বেলিংহ্যাম ডর্টমুন্ডকে প্রায় এগিয়েই দিয়েছিলেন। কিন্তু তারা দুর্দান্ত হেড শালকে গোলরক্ষক আলেক্সান্দার শুওলো কোনমতে কর্ণারের মাধ্যমে রক্ষা করেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে অ্যান্থনি মোডেস্টের হেডও গোলের ঠিকানা খুঁজে পায়নি।
মোডেস্টের স্থানে ৬৪ মিনিটে মাঠে নামানো হয় মুকোকোকে। তাকে পেয়ে ডর্টমুন্ডের আক্রমণভাগ যেন হঠাৎ করেই প্রাণ ফিরে পায়। একের পর এক আক্রম্ণ থেকে শেষ পর্যন্ত ৭৯ মিনিটে সাফল্য আসে। মরিয়াস উল্ফের নিখুঁত ক্রস থেকে মুকোকোর হেডে লিড পায় ডর্টমুন্ড।
রিউসের পরিবর্তে মাঠে নামা যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড গিও রেইনা দুই মিনিট পর ব্যবধান দ্বিগুন করার সুযোগ হাতছাড়া করেন। এ নিয়ে এবারের মৌসুমে সাত ম্যাচে পঞ্চম জয় নিশ্চিত কররো ডর্টমুন্ড।
দিনের আরেক ম্যাচে স্টুটগার্টকে সহজেই ৩-১ গোলে পরাজিত করে চার ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়েছে এইন্ট্রাখট ফ্রাংকফুর্ট।
বে এরেনাতে ৫৭ মিনিটে কেরেম ডেমিরবের গোলে স্বাগতিক লেভারকুসেন নিশ্চিত জয়ের দিকে হাঁটছিল। কিন্তু ৮২ মিনিটে মিলোস ভালকোভিচের গোলে ওয়ার্ডার ব্রেমেনের সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে লেভারকুজেন।
দিনের শেষ ম্যাচে মিডফিল্ডার জোনাস হফম্যানের জোড়া গোলে আরবি লিপজিগকে ৩-০ গোলে পরাজিত করেছে বরুসিয়া মনশেনগ্লাডবাখ।