বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুয়েজ খালে পরিবহনের ফি বাড়ানোর ঘোষণা মিশরের

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার

সুয়েজ-খালে-পরিবহনের-ফি-বাড়ানোর-ঘোষণা-মিশরের

সুয়েজ-খালে-পরিবহনের-ফি-বাড়ানোর-ঘোষণা-মিশরের

বৈশ্বিক বাণিজ্যের ১০ শতাংশ পরিবহনে ব্যবহৃত হয় সুয়েজ খাল। খালটি মিশরের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান উৎস। তাই অর্থনৈতিক মন্দায় ভোগা মিশর খাদ্য ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বৈদেশিক মুদ্রা সংস্থানে নানা উদ্যোগ নিচ্ছে। তার ধারাবাহিকতায় সুয়েজ খালের ট্রানজিট ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি।

জলযানের ধরন হিসেবে খরচের হার ১০ থেকে ১৫ শতাংশ বাড়ছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত ফি কার্যকর হবে।

শনিবার এক বিশেষ বিবৃতিতে সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি জানান, তেল ও পেট্রোলিয়াম পরিবহনকারী জাহাজের জন্য ১৫ শতাংশ এবং অন্যান্য কার্গো ও ক্রুজ শিপের জন্য ১০ শতাংশ হারে ফি বাড়ানো হচ্ছে।

তিনি আরো জানান, বৈশ্বিক মুদ্রস্ফীতির ফলে জলপথে চলাচল এবং সেবা সংক্রান্ত খরচ বেড়ে গেছে। এজন্য ট্রানজিট ফি বাড়ানো অবশ্যম্ভাবী।