সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জেন্ডার ফ্লুইড ফ্যাশন, শাড়িতে সেজেছে পুরুষ

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার

জেন্ডার-ফ্লুইড-ফ্যাশন-শাড়িতে-সেজেছে-পুরুষ

জেন্ডার-ফ্লুইড-ফ্যাশন-শাড়িতে-সেজেছে-পুরুষ

জেন্ডার ফ্লুইড ফ্যাশন বা অ্যান্ড্রোজিনাস ফ্যাশন মানে, যে পোশাক পরার সময় জেন্ডারে গুরুত্ব দিতে হয় না। মানে আমি নারী না পুরুষ তা গুরুত্ব দেওয়া হয় না পোশাক নির্বাচন করার সময়ে। একজন ছেলেও শাড়ি পরতে পারেন। 

অ্যান্ড্রোজিনাস ফ্যাশন নিয়ে এখন দারুণ চর্চা বাড়ছে। ভারতের রাজকুমারী কোকোর বেশ কিছু ছবি সেই বার্তায় দিচ্ছে। যিনি নিজের মনের মতো সাজতেই পছন্দ করেন।  পেশায় একজন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট অনুকুল। তার স্টাইলিং ও মজাদার ভিডিয়োর জন্য় সবসময়ই নেটপাড়ায় হট টপিক তিনি। নিজেকে কলকাতার রাজকুমারী বলে ডাকতেই ভালোবাসেন তিনি।

রাজকুমারী কোকোকোকো মনে করেন, স্টাইলিং একটা চয়েস। ফ্যাশনও একটা চয়েস। ড্রেসিং স্বাধীনতা। নিজের ইচ্ছে মতো পোশাক পরার জন্য আমাদের বারবার এটা ভাবার দরকার নেই যে, আমি নারী না পুরুষ।

বারবার শাড়িতে নিজেকে মেলে ধরেছেন। তার মেকআপের যেমন প্রশংসা করা হয়। আবার তাঁর ড্রেসিং ও স্টাইলিংয়েরও প্রশংসা করা হয় সব সময়। তার লুক বারবার জনপ্রিয়তা পেয়েছে।

সূত্র: এই সময়