বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে কারণে ব্রিটিশ রাজাকে কলম উপহার দিলেন দর্শনার্থী

প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার

যে-কারণে-ব্রিটিশ-রাজাকে-কলম-উপহার-দিলেন-দর্শনার্থী

যে-কারণে-ব্রিটিশ-রাজাকে-কলম-উপহার-দিলেন-দর্শনার্থী

ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। দায়িত্ব গ্রহণের পর দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করছিলেন তিনি। তবে কলম থেকে কালি ছড়িয়ে হাতে লাগায় ভীষণ বিরক্ত হন চার্লস। মুখ ফুটে বলেন, কলমের কালি এভাবে হাতে লাগলে ভীষণ বিরক্ত লাগে। এটা একদমই সহ্য করতে পারি না।

গত মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডে হিলসবোরাহ প্রাসাদের দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষরের সময় কালি লাগার ঘটনাটি ঘটে। ঐ সময় চার্লসের পাশে উপস্থিত ছিলেন তার স্ত্রী ক্যামিলা।

এবার ব্রিটেনের কার্ডিফে গিয়ে কলম উপহার পেয়েছেন চার্লস। শুক্রবার দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় রাজাকে কলম উপহার দেন এক দর্শনার্থী। যদিও কলম কেন উপহার দেওয়া হচ্ছে তা শুরুতে বুঝতে কষ্ট হয় চার্লসের। বোঝার পর হেসে ফেলেন সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের এ উত্তরাধিকারী।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ । নিয়ম অনুযায়ী, বড় সন্তান হিসেবে সিংহাসনে বসেছেন চার্লস। তিনি পরিচিত হবেন রাজা তৃতীয় চার্লস হিসেবে। আগামীকাল সোমবার রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার আগে দেশের বিভিন্ন স্থান সফর করছেন চার্লস।