স্কুলের লিফটের দরজায় আটকে শিক্ষিকার করুণ মৃত্যু
প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার
স্কুলের-লিফটের-দরজায়-আটকে-শিক্ষিকার-করুণ-মৃত্যু
স্কুল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, লিফটে আটকে মারা যাওয়া শিক্ষিকার নাম গিনেল ফার্নান্ডেজ। ২৬ বছর বয়সী ঐ শিক্ষিকা গত শুক্রবার দুপুর ১টায় স্কুল ভবনের সাততলা থেকে তৃতীয় তলায় নামতে লিফটে উঠেছিলেন। কিন্তু তার শরীরটি পুরোপুরি লিফটে ঢোকার আগেই লিফটের দরজা বন্ধ হয় এবং সেটি চলতে শুরু করে।
ওই শিক্ষিকার একটি পা লিফটে ঢুকলেও বাকি শরীর লিফটের বাইরে ছিল। যার ফলে দেয়াল ও লিফটের মধ্যে আটকে যান ঐ শিক্ষিকা। পরে তার চিৎকার শুনে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী ও শিক্ষার্থীরা। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু হয়েছে। লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
মুম্বাই জোন ১১-এর পুলিশ কমিশনার বিশাল ঠাকুর বলেন, যখন তিনি লিফটে প্রবেশ করেন তখন সেটির দরজা বন্ধ হয় এবং লিফটটি চলতে শুরু করলে তিনি আটকে যান।