খেলোয়াড়দের খাবার দেওয়া হয় টয়লেটের মেঝেতে, খেতে হয় সেখানেই!
প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার
খেলোয়াড়দের-খাবার-দেওয়া-হয়-টয়লেটের-মেঝেতে-খেতে-হয়-সেখানেই
নাম প্রকাশে অনিচ্ছুক এক জুনিয়র খেলোয়াড় অভিযোগ করেছেন, সাহারানপুর জেলায় তিন দিনের রাজ্য স্তরের অনূর্ধ্ব-১৭ মেয়েদের কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সেখানে প্রায় ২০০ জন খেলোয়াড়কে টয়লেটের মেঝেতে পড়ে থাকা সেই ভাত পরিবেশন করা হয়েছে।
যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন সাহারানপুরের ক্রীড়া কর্মকর্তা অনিমেষ সাক্সেনা। তার মতে, এমন দাবি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। সাক্সেনা বলেছেন, ‘এখানে খেলোয়াড়দের যে খাবার পরিবেশন করা হয় তা ভালো মানের।’
সেই খেলোয়াড় অবশ্য আরো দাবি করেছেন, ‘সুইমিং পুলের কাছে একটি ইটের চুলায় বড় পাত্রে ভাত, ডাল ও সবজি রান্না করা হয়েছিল। পাত্র থেকে রান্না করা ভাত একটি বড় প্লেটে বের করে তার গেটের কাছে টয়লেটের মেঝেতে রাখা হয়েছিল। শুক্রবার দুপুরের খাবারে খেলোয়াড়দের এই ভাত পরিবেশন করা হয়।’
#WATCH | #UttarPradesh: 'Rice plate on toilet floor served to kabaddi players in Saharanpur' pic.twitter.com/S5VSIf569F
— TOI Lucknow News (@TOILucknow) September 18, 2022
এখানেই শেষ নয়। সেই ভিডিওতে দেখা যায়, ভাতের প্লেটের পাশে সেই টয়লেটের মেঝেতেই এক টুকরো বড় কাগজে বেশ কিছু পুরি পড়ে ছিল। সে দৃশ্যটা ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করা হয়। সেটা নিয়ে ভারতে চাঞ্চল্যকর পরিস্থিতিই সৃষ্টি হয়েছে।
কয়েকজন খেলোয়াড় বিষয়টি স্টেডিয়ামের এক কর্মকর্তাকে জানান। সেই কর্মকর্তা ক্রীড়া কর্মকর্তা অনিমেষ সাক্সেনাকে এ ব্যাপারে জানান, যিনি ‘রাঁধুনিদের তিরস্কার করেছিলেন’ বলে জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। অথচ সেই তিনিই কি-না পরে বিষয়টি পুরো ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিলেন!