বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সেতু থেকে পড়ে গেল বাস, নিহত ৭

প্রকাশিত : ০৯:৫০ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রোববার

সেতু-থেকে-পড়ে-গেল-বাস-নিহত-৭

সেতু-থেকে-পড়ে-গেল-বাস-নিহত-৭

সেতুর রেলিং ভেঙে একটি বাস নিচে পড়ে যাওয়ার ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলায় এ দুর্ঘটনা ঘটে।

এক পুলিশ কর্মকর্তার বরাতে নএনডিটিভির খবরে বলা হয়, রাচিগামী একটি বাস গিরিদিহ জেলা থেকে আসছিল। সে সময় ব্রিজের রেলিং ভেঙে বাসটি নিচে পড়ে যায়। বাসটি সিওয়ানে নদীর কাছে একটি শুকনো জায়গায় পড়ায় বড় ধরনের হতাহত এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরোও পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাদের মৃত্যু হয়। আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনার সময় বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়েছে। 

পুলিশের অপর এক কর্মকর্তা বলেন, বাসটি যদি নদীর মাঝখানে পড়তো তাহলে আরো বেশি ক্ষয়ক্ষতি হতো। কী কারণে ঐ দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনায় আহত মমতা সালুজা নামের এক যাত্রী বলেন, বাসটিতে শিখ তীর্থযাত্রীরা ছিলেন। তারা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে রাচির রাতু এলাকার গুরুদুয়ারার উদ্দেশে যাত্রা করেছিলেন।