দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ লিজেন্ডস
প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
দ্বিতীয়-ম্যাচেও-হারল-বাংলাদেশ-লিজেন্ডস
শুরুতে টস হেরে অলক কাপালি ও ধীমান ঘোষের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে ৯৮ রান করে বাংলাদেশ লিজেন্ডস। তবে কিউই ব্যাটারদের কাছে পাত্তাই পাননি রাজ্জাক-শরিফরা। ফলে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রস টেলরের দল।
৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার অ্যান্টন ডেভচিজকে হারায় নিউজিল্যান্ড লিজেন্ডস। তবে আরেক ওপেনার জেমি হাও দ্রুত রান তুলেন কিউই স্কোরবোর্ডে। ২৬ রান করে হাও আউট হলে বাকিটা পথ অধিনায়ক রস টেলর এবং ডিন ব্রাউনিল পাড়ি দেন।
৯ বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এ দুই ব্যাটার। রস টেলর ৩০ ও ব্রাউনিল ৩১ রান করেন।
বাংলাদেশের হয়ে আব্দুর রাজ্জাক ও অলক কাপালি একটি করে উইকেট নেন।
এর আগে দিনের শুরুতে ভারতের ইন্দোরে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ লিজেন্ডস। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ লিজেন্ডসের ওপেনাররা জলদি ফিরে যান। প্রথম ম্যাচের মতো এদিনও শূন্য রানে ফেরেন নাজিমউদ্দিন।
আরেক ওপেনার মেহরাব হোসেন অপি করেন মাত্র ১ রান। এরপর আফতাব আহমেদ দ্রত কিছু রান তোলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ৯ বলে একটি করে চার-ছয়ে ১৩ রান করে বিদায় নেন এ হার্ডহিটার।
দলীয় ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচের দৃশ্যপট বদলে দেন অলক কাপালি ও ধীমান ঘোষ। এ দুই ব্যাটসম্যান ৫২ বলে ৮৩ রানের অপরাজিত এক জুটি গড়েন।
কাপালি শেষ পর্যন্ত ২১ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৭ রানে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে ধীমান ৩২ বলে ৩ চার ও ১ ছয়ে করেন অপরাজিত ৪১ রান।
কিউইদের পক্ষে কাইল মিলস ২ ওভারে ১১ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন।