বঙ্গবন্ধু এসওএস শিশুপল্লীকে সব সুবিধা দিয়েছিলেন: স্পিকার
প্রকাশিত : ০৭:১০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
বঙ্গবন্ধু-এসওএস-শিশুপল্লীকে-সব-সুবিধা-দিয়েছিলেন-স্পিকার
শুক্রবার রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসওএস শিশুপল্লীর ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে এসওএস শিশুপল্লীর পক্ষ থেকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখা ৯ জন সমাজসেবীকে এবং শিশুপল্লীর ৮ জন কেয়ারলিভারকে পুরস্কার দেওয়া হয়।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। কিন্তু শিশুদের জন্য একটি মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত দাতব্য সংগঠন ও বেসরকারি সহযোগিতাও প্রয়োজন। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান শিশুদের কল্যাণে এগিয়ে আসবে বলে আশা করি।
তিনি আরো বলেন, দক্ষতা ও আত্মবিশ্বাস নিয়ে শিশুপল্লীর ছেলেমেয়েরা যে উপযুক্ত ক্ষেত্রে পৌঁছাতে পারছে- তা এসওএস শিশুপল্লীর সফলতা। শিশুদের সার্বিক সেবাযত্ন প্রদানে এ সংস্থার নারীরা মায়েদের ভূমিকা পালন করে চলেছেন। প্রতিটি শিশুরই পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার অধিকার আছে। তাদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম, এসওএস শিশুপল্লীর ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হক, চিফ অপারেশনাল অফিসার মাইকেল পটস প্রমুখ।