বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নেপালকে হারালেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার

নেপালকে-হারালেই-চ্যাম্পিয়ন-বাংলাদেশ

নেপালকে-হারালেই-চ্যাম্পিয়ন-বাংলাদেশ

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল নেপাল। এর আগে ভূটানকে ৮ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সাবিনারা। এর ফলে সাফের ফাইনালে মুখমিুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও নেপাল। 

শুক্রবার রাতে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আগের পাঁচ আসরের চ্যাম্পিয়ন ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নেপালের মেয়েরা।

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম ভারতকে হারালো নেপাল। এর আগে প্রত্যেকবারই ভারতের কাছে হেরেছিল তারা।

এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে উঠলো নেপাল। এর আগে ২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৯ সালে তারা ফাইনাল খেলেছিল ভারতের বিপক্ষে। প্রতিবারই রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল।

এবার ঘরের মাঠের ফাইনালে তাদের প্রতিপক্ষ দ্বিতীয়বার ফাইনালে ওঠা বাংলাদেশ। উভয় দলের জন্যই রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ। 

সোমবার সন্ধ্যায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে এ দুই দল। আর মাধ্য দিয়ে নারীদের সাফ পাবে নতুন কোনো চ্যাম্পিয়নকে।