প্রেমে রোমান্স বাড়াতে পারে এই পাঁচ মিথ্যা কথা
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
প্রেমে-রোমান্স-বাড়াতে-পারে-এই-পাঁচ-মিথ্যা-কথা
এমন অনেক সময় আসে যেখানে সত্যি বললে সম্পর্ক ভালো হওয়ার বদলে খারাপ হতে পারে। তাই সতর্ক হয়ে যেতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই সবথেকে জরুরি হলো নিজেকে এই বিষয়টা বোঝার সময় দেওয়া যে কখন মিথ্যে বলব, আর কখন বলা হবে সত্যি।
এই পরিস্থিতিতে বুঝে নিতে হবে, কিছু মিথ্যে বললে সম্পর্কের বুনিয়াদ আপেক্ষিকভাবে সত্য হয়। তবে সবসময় নয়, সুযোগ বুঝে এই কথা বলুন-
অফিসে কাজ আছে
এতদিনে বহু পুরুষ এই কথাটা বলে এসেছেন। আসলে নিজের মতো করে আপনি পার্টি করছেন দেখলে গার্লফ্রেন্ড খারাপ ভাবতে পারেন। এই পরিস্থিতিতে অফিসে কাজ আছে বললে অনেক গুরুতর সমস্যার সমাধান করা যায়। তাই এই কথাটা বলতেই পারেন।
সারাদিন তোমার কথা মনে পড়ছে
এটা কী সম্ভব! না, নয়। তবে বলতে হবে। কারণ নারীরা এই ধরনের কথা খুবই পছন্দ করেন। মাথায় রাখতে হবে যে সারাদিন মনে না পড়লেও কথাটা বলা দরকার। আপনি কেবল এই কথাটুকু বলতে পারলে অনেক সমস্যার সমাধান করতে পারবেন। এটাই হলো ভালো থাকার রাস্তা। এবার থেকে এই বিষয়টি মাথায় রাখুন।
তোমার বন্ধুরা খুব ভালো
নারীদের কাছে তার বন্ধুরা খুব কাছের হয়ে থাকে। এই পরিস্থিতিতে আপনি যদি তাকে বলতে পারেন যে তোমার বন্ধুরা খুব ভালো, তবে আপনি পেয়ে যাবেন সম্পর্কের মার্কশিটে ১০০। তবে এটা মাথায় রাখবেন যে এই মানুষগুলোর মধ্যে আপনার হয়তো কাউকে পছন্দ হয়নি। সেটাও লুকিয়ে নিন। কারণ এদের সঙ্গে তো আর আপনি থাকতে যাবেন না।
তোমার মতো সুন্দরী দেখিনি
এই কথাটা বলতে শিখুন মশাই। পৃথিবীতে কোনো কিছুই সর্বোচ্চ হতে পারে না। তবে তাই বলে কি গার্লফ্রেন্ডকে খুশি করবেন না! ফলে এই কথাটা বলুন। আসলে নারীরা চান যাতে তাদের সুন্দর দেখায়। বয়ফ্রেন্ড যদি তার সৌন্দর্য নিয়ে গর্ব করেন তো আরো ভালো থাকেন তারা। এটা বিশ্বাস করলে আপনাদের সম্পর্ক ভালো থাকবে।
সব সিক্রেট বলে দিয়েছি
পৃথিবীতে সব মানুষের কিছু না কিছু গোপন রহস্য থাকে। এই রহস্য তারা কউকে বলেন না। এমনকি দেখা গিয়েছে যে গোপন রহস্য নিয়েই তারা প্রাণ হারান। তবে অনেক সময় গার্লফ্রেন্ড এমনই কিছু রহস্য জানতে চান। এই পরিস্থিতিতে তাকে কিছু কথা বলে দিন। তবে এরপরও কিছু রয়ে যাবে। তাও বলতে হবে যে সব সিক্রেট বলে দিয়েছি।
সূত্র: এই সময়