রানির শেষকৃত্যে অংশ নিতে লন্ডনে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
রানির-শেষকৃত্যে-অংশ-নিতে-লন্ডনে-জড়ো-হচ্ছেন-বিশ্বনেতারা
গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর তিনি ব্রিটেনের সিংহাসনে ছিলেন। তার মৃত্যুতে আবেগে আপ্লুত হন বিশ্বনেতারা।
গত ২৪ ঘণ্টা ধরে এবং শীতল রাতে একটি স্থানে রানির কফিন দেখতে অপেক্ষা করছেন সাহসী মানুষেরা।
বুধবার থেকে টেমস নদীর পাশে ঘিরে কয়েক মাইল মানুষের লাইন হয়েছিল। ঐ সময় রানির কফিন যুক্তরাজ্যের পার্লামেন্ট থেকে ‘লাইন ইন-স্টেইটে’ আনা হয়।
আগামী সোমবার রানির শেষকৃত্যের অনুষ্ঠানে জো বাইডেনসহ বিশ্বের অনেক সম্মানিত নেতা উপস্থিত হবেন। এ লক্ষ্যে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে উচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
রানির উত্তরসূরী রাজা চার্লস শনিবার কমনওয়েলথ সদস্যভুক্ত দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরইমধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা তাদের নতুন রাজা হিসেবে চার্লসের নাম ঘোষণা করেছে। তবে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হচ্ছে। এ আন্দোলনকারীদের রাজপরিবারের আয়ত্ত্বে রাখা রাজা চার্লসের জন্য একটি বড় দায়িত্ব হবে।